<p>মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের দুই কিশোরকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে আরাকান আর্মি তাদের ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে।</p> <p>ফেরত আসা দুই কিশোর হলো টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইলের জাফর আলমের ছেলে মো. ছাবের (১৪) ও একই গ্রামের মো. মনজুরের ছেলে আব্দুর রহমান (১২)। শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।</p> <p>অধিনায়ক মাশরুকী বলেন, গত ১৩ আগস্ট নাফ নদে মাছ ধরতে গিয়েছিল ওই দুই কিশোর। ওই সময় আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। তাদের পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে এবং সার্বক্ষণিক প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে তাদের শুক্রবার বাংলাদেশে ফেরত আনতে সক্ষম হয়। বিজিবি ওই দুই বাংলাদেশি কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বলেও জানান মাশরুকী।</p>