<p>নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জে অনেকগুলো খুন হয়েছে। অস্ত্র হাতে সন্ত্রাসীরা নিরস্ত্র মানুষের ওপর গুলি চালিয়েছে। চূড়ান্ত আন্দোলনের সময় সন্ত্রাসীরা রাজপথে আন্দোলনকারী মানুষকে ধাওয়া করেছে। এগুলোর সকল ডুমেন্ট আমাদের কাছে আছে।</p> <p>তিনি বলেন, নারায়ণগঞ্জে যারা প্রশাসনে আছেন তাদেরকে বলতে চাই অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। এদের বিচার করতে হবে। আপনারা শুধু বসে বসে বলবেন আমরা চেষ্টা করছি। এ কথা বলে আমাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। </p> <p>শনিবার (২৬ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জ বাজার এলাকায় সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে সন্ত্রাস, চাঁদাবাদ, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে নাসিকের ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক জনসভায় তিনি এসব কথা বলেন। </p> <p>গিয়াসউদ্দিন বলেন, সন্ত্রাসী ফ্যাসিস্ট সরকারকে আমরা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করেছি। আমরা অনেক রক্ত ঝরিয়েছি। দীর্ঘ ১৬ বছর আগে হাসিনা সরকার এদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। দেশের সম্পদ ও অর্থকে লুটপাট করে ব্যাংক খালি করে দিয়েছিল। অসংখ্য মানুষকে হত্যা করেছে। আমাদের কাজ এখন তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। এই সন্ত্রাসীদের শাস্তির ব্যবস্থা করা হলো আমাদের প্রথম দায়িত্ব। যদি আমরা তা না করি, এরা আবার ষড়যন্ত্রের মাধ্যমে দেশের মানুষের ওপর চেপে বসবে।</p> <p>তিনি সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এ এলাকার উন্নয়নের কাজ করি। এ এলাকার সকল মানুষের সুখ-দুঃখের সাথী হই। এ এলাকার যারা মুরুব্বী তাদেরকে সম্মান করি, যারা ভালো মানুষ তাদেরকে সম্মান করি। তিনি বলেন, বিএনপি’র নেতাকর্মীরা যদি কোনো অন্যায় করে, চাঁদাবাজি করে, সন্ত্রাস করে তবে আমাদের দৃষ্টিতে আনবেন তাদের রেহাই করা হবে না। তাদেরকে ছাড়া হবে না। তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। </p>