<p>নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক নারী ও তার মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। এর আগে গত সোমবার (২১ অক্টোবর) রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের একটি দুর্গম চরে এই ঘটনা ঘটে।</p> <p>গ্রেপ্তারকৃতরা হলেন- হাসান (৩৬) ও হারুন (৩২)। তারা ওই ইউনিয়নের বাসিন্দা। তাদেরকে আজ রবিবার (২৭ অক্টোবর) সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ধর্ষণকাজে সহযোগিতার অভিযোগ রয়েছে। কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান গণমাধ্যমকে আজ রবিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।</p> <p>পুলিশ ও স্থানীয় এবং ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে জানা যায়, নির্যাতনের শিকার নারীর স্বামী চট্টগ্রামে কাভার্ড ভ্যানগাড়ির চালক। তিনি চট্টগ্রামে থাকেন। তার এক তালাকপ্রাপ্ত মেয়ে ও তার এক শিশুসন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন তিনি। তার এক  ‍দূরসম্পর্কের দেবর প্রায়ই তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। এ নিয়ে স্থানীয় রাশেদ, সাইফুল, হাসান, হারুন, রাজু ও ইব্রাহিম তাদের মা-মেয়েকে সন্দেহ করতেন। গত সোমবার রাত ১১টার দিকে ছয় যুবক ভুক্তভোগী নারীর বাড়িতে প্রবেশ করেন। ওই সময় তারা ওই নারীর দূরসম্পর্কের দেবরকে বেঁধে তাকে ও তার মেয়েকে ঘর থেকে বাইরে নিয়ে যান।  </p> <p>ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, ‘যুবকদের মধ্যে তিনজন তাকে টেনেহিঁচড়ে বাড়ির পুকুর পাড়ে নিয়ে যান। অন্যরা তার মেয়েকে বসতঘরের পাশের রান্নাঘরের সামনে নিয়ে যান। সেখানে রাত তিনটা পর্যন্ত পালাক্রমে ওই যুবকরা তাদের ধর্ষণ করেন। যাওয়ার সময় টাকা-পয়সাসহ ঘরের জিনিসপত্রও লুট করে নিয়ে যান তারা। ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে যান।’</p> <p>তিনি জানান, ধর্ষণকারীদের হুমকির মুখে গত দুই দিন তারা ঘর থেকে বের হতে পারেননি। তিনি ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।</p> <p>কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সালাম জানান, ভুক্তভোগী নারী ও তার স্বামী পরিত্যক্তা মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন। বাড়িতে নারীর দূরসম্পর্কের দেবর আসা-যাওয়া করতেন। এতে আসামিরা মা-মেয়েকে খারাপ কাজ করার সন্দেহ করতেন। ওই ঘটনার জের ধরে সোমবার (২১ অক্টোবর) রাতে আসামিরা এ ঘটনা ঘটিয়েছেন। গ্রেপ্তার দুজন ধর্ষণ করেননি, তবে ধর্ষণকাজে সহযোগিতা করেছেন।</p> <p>তিনি আরো জানান, মামলার এজাহারে তাদের সহযোগী হিসেবে উল্লেখ রয়েছে। আজ রবিবার মামলা দায়েরের পর ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আজ সকালে আদালতে পাঠানো হয়। বাকি আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।</p>