<p>চাঁদপুরে ডাকাতিয়া নদীতে তেলবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ড হয়েছে। ইঞ্জিন কক্ষের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ওটি সাদিয়া অনিক নামের জাহাজটিতে রবিবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় এই দুর্ঘটনা ঘটে। </p> <p>এই দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছে। এদের মধ্যে গোলাপ হোসেন (৩৫) নামের একজন মারাত্মকভাবে দগ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হলেও বহন করা ডিজেল ও পেট্রল অক্ষত রয়েছে। </p> <p>আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের নৌ ও সড়কের চারটি ইউনিট ও কোস্ট গার্ডের দুটি বোট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। </p> <p>জাহাজের স্টাফ সফিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা ওয়েল কম্পানির প্রধান ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে চাঁদপুরের উদ্দেশে রওয়ানা দেয় জাহাজটি। সেখান থেকে জাহাজের আলাদা চেম্বারে মোট সাড়ে সাত লাখ লিটার ডিজেল ও পেট্রল নেওয়া হয়। শুক্রবার দুপুরে ডাকাতিয়া নদীর কয়লাঘাট এলাকা স্থানীয় পদ্মা ওয়েল কম্পানির জেটিতে নোঙর করে জাহাজটি। রবিবার বিকেল সোয়া ৪টায় সেখানেই এই দুর্ঘটনা ঘটে। </p> <p>চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন কমান্ডার ফজলুল হক জানান, আগুন লাগার খবর পেয়েই তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে পৌঁছয় কোস্ট গার্ডের দুটি বোট। আগুন নিয়ন্ত্রণ ও জাহাজের স্টাফদের উদ্ধারে সহযোগিতা করা হয়।</p> <p>অন্যদিকে চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ আলম জানান, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া না হলে জাহাজে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতো।</p>