<p>হবিগঞ্জের চুনারুঘাটে সাত বছর বয়সী এক শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগে কান্দু কর্মকার (৫৫) নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় দেওরগাছ ইউনিয়নের চান্দপুর জোয়ালভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত কান্দু কর্মকারকে আটক করে। পরদিন বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।</p> <p>অভিযুক্ত কান্দু কর্মকার উপজেলার দেওরগাছ ইউনিয়নের চান্দপুর জোয়ালভাঙ্গা এলাকার মৃত শুকরা কর্মকারের পুত্র।</p> <p>এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কান্দু কর্মকার ওই শিশুকে ফুসলিয়ে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বলাৎকারের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ভুক্তভোগী শিশুর মা কান্দু কর্মকারের কাছে ঘটনার সত্যতা জানতে চান। এতে কান্দু কর্মকার ক্ষিপ্ত হলে পরে এলাকাবাসী এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে ও অভিযুক্ত কান্দু কর্মকারকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এর আগেও কান্দু কর্মকার আরেক শিশুকে বলাৎকারের চেষ্টা করেছে বলে জানিয়েছে স্থানীয়রা।</p> <p>চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বলাৎকারের চেষ্টার ঘটনায় কান্দু কর্মকার নামের একজনকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে এবং ওই শিশুটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।</p>