<p>রংপুরের একটি হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাই সামসুজ্জামান আহমেদ ভুট্টুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় লালমনিরহাটের কালীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p>জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রেপ্তার ভুট্টু রংপুরের ওই হত্যামামলায় এজাহারভুক্ত ১৬ নম্বর আসামি। </p> <p>জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট রংপুর শহরের সংঘর্ষে মারা যান ছাত্রলীগের কাউনিয়া উপজেলা শাখার উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মাহমুদুল হাসান মুন্না। এ ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে নিহতের বাবা আব্দুল মজিদ বাদী হয়ে মামলাটি করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বুলেট আবু সাঈদ হত্যা মামলার আইনজীবী নয় : বাদী রমজান আলী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730043692-a2976e57f9512f6219c1bbe866f2193d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বুলেট আবু সাঈদ হত্যা মামলার আইনজীবী নয় : বাদী রমজান আলী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/27/1439795" target="_blank"> </a></div> </div> <p>পরবর্তীতে এফিডেভিট করে মামলার অন্য ১২ জন আসামির নাম প্রত্যাহার চেয়ে আবেদন করেছিলেন বাদী। ওইদিন বিচারক বাদীর কাছে জানতে চান, তিনি কেন এই আসামিদের নাম প্রত্যাহার করতে চাচ্ছেন। তখন বাদী আদালতকে জানান, তিনি আসামিদের চেনেন না এবং দুই ব্যক্তির প্ররোচনায় মামলাটি দায়ের করেন বলে জানান। এ কারণে ওইদিন বাদীকে কয়েক ঘণ্টা আদালতের কাঠগড়ায় আটকে রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারক। পরে পাঁচ ঘণ্টা পর জামিনে ছাড়া পান বাদী আব্দুল মজিদ।</p>