<p>জামালপুরের সরিষাবাড়ীতে শিয়ালের কামড়ে সাতজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।</p> <p>গতকাল রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মহাদান ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। এর পর থেকে এলাকাগুলোতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।</p> <p>আহতরা হলেন- পারভেজ মিয়া (২১), সেলিম রেজা (৪৫), কাঞ্চন মিয়া (৩০), সাপে বারিক (৪৫), রশিদ খান (৬০), মরিয়ম বেগম (৬০) ও শোভন মিয়া (১৪)। আহতরা সবাই উপজেলার মহাদান ইউনিয়ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।</p> <p>স্থানীয় ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়ন এলাকায় সন্ধ্যার দিকে কয়েকটি শিয়াল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। এর মধ্যে একটি পাগলা শিয়াল হঠাৎ মানুষের ওপর চড়াও হয়। এর পর থেকে শিয়ালটি ওই এলাকায় একজন নারীসহ সাতজনকে কামড়ে আহত করে।</p> <p>সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার রবিউল ইসলাম বলেন, ‘গতকাল রবিবার সন্ধ্যায় শিয়ালের কামড়ে আহত হয়ে সাতজন রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে চারজন চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান। বাকি তিনজনের অবস্থা গুরুতর আহত হওয়ায় তাদের জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’</p>