<p>প্রেমের ফাঁদে পড়ে রাজধানী ঢাকা থেকে অপহরণের শিকার এক কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‌্যাব। কক্সবাজার সদর উপজেলার লাইট হাউসপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। একই সময়ে অপহরণকারী আবদুল আলীম মির্জা শান্তকে গ্রেপ্তার করা হয়। ধৃত আবদুল আলীম মির্জা শান্ত (৩২) বরিশাল জেলার মুলাদী থানার লক্ষ্মীপুর এলাকার আবদুর রশিদের ছেলে।</p> <p>কক্সবাজারে দায়িত্বরত র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আবু সাঈদ হত্যা : বেরোবি’র ২ শিক্ষক ও ৭ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/28/1730106146-ddbac6792a98673cf32000e4509a6361.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আবু সাঈদ হত্যা : বেরোবির ২ শিক্ষক ও ৭ কর্মকর্তা-কর্মচারী বহিষ্কার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/28/1440051" target="_blank"> </a></div> </div> <p>র‌্যাব জানায়, ওই কিশোরীর চাচি ডিএমপির কোতোয়ালি থানায় এজাহার করেছেন। এজাহারে তিনি উল্লেখ করেছেন, তার নাবালিকা ভাতিজি গ্রামের বাড়ি থেকে তার ছোট বোনের বাড়ি সদরঘাট এলাকায় যায়। গতকাল ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বাসা থেকে বের হয়ে বিক্রমপুর গার্ডেন সিটির নিচে মার্কেটে গেলে আবদুল আলীম মির্জা শান্তসহ আরো অজ্ঞাতনামা দুই-তিনজন ওই কিশোরীকে হুমকি ও ভয়-ভীতি দেখিয়ে অপহরণ করে। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে তিনি থানায় এজাহার দায়ের করেন।</p> <p>তারই ধারাবাহিকতায় গতকাল রবিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১৫ কক্সবাজার সদর কম্পানির আভিযানিক দল কক্সবাজার শহরতলির লাইট হাউসপাড়ায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সিরাজগঞ্জে ২ থানার লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধারে নেই গতি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/28/1730106742-0fe2139b6f9163c35648cb82bdd0a4d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সিরাজগঞ্জে ২ থানার লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধারে নেই গতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/28/1440054" target="_blank"> </a></div> </div> <p>র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া আবদুল আলীম মির্জা শান্ত ওই কিশোরীকে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণ করে কক্সবাজারে নিয়ে এসেছে বলে স্বীকার করেছে।</p>