<p>সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিসুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।</p> <p>আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর রামপুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিয়ের মেহেদির রং মোছার আগেই প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/29/1730176633-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিয়ের মেহেদির রং মোছার আগেই প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/29/1440358" target="_blank"> </a></div> </div> <p>ওসি মোহাম্মদ ইউনুস মিয়া জানান, হারিসের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তাকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল। আজ মঙ্গলবার সকালে ঢাকার রামপুরা আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে বরিশালে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ পরে আদালতে হাজির করা হবে।</p>