<p>বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, বিগত সরকারের আমলে অনেক মাহফিল থেকে মাওলানাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে দেশে একটি মাহফিলও বন্ধ করা হবে না বলে জানান তিনি। </p> <p>সোমবার রাতে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী মাদরাসা মাঠে মাটিয়াখোলা আনোয়ারুল উলুম মাদরাসার ১৭তম তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p>তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মানুষ কষ্ট পাবে, এমন কাজ করবেন না। দেশের ক্ষতি হবে, এমন কাজও করবেন না। ওরা খারাপ বলে আপনারা খারাপ হবেন না। ওরা খারাপ করেছে আপনাদের ভালো কাজ করে বোঝাতে হবে, খারাপ কাজ করেছে বলেই দেশ থেকে পালিয়ে গেছ। </p> <p>তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ মানুষের গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছিল। কারো ভোটাধিকার ছিল না। আগামী দিনে গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠিত হবে। ভোটাধিকারের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবে। অন্য রাজনৈতিক দল যারা আছে, তাদের ধ্বংস করতে চাই না। তাদের ক্ষতি করতে চাই না। আমরা বদলা নিতে চাই না, বদলাতে চাই।’</p> <p>তিনি বলেন, বিগত সরকারের আমলে অনেক মাহফিলে মাওলানাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে দেশে একটি মাহফিল বন্ধ করা হবে না। একজন ইসলামী চিন্তাবিদ মাওলানা যাতে অসম্মানিত না হন সেদিকে দলীয় নেতাকর্মীদের খেয়াল রাখার নির্দেশ দেন।</p> <p>মো. সোহরাব হোসেন শিকদারের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, হানিফ চৌধুরী ও আরফান আলী বক্তব্য দেন। এ ছাড়া মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী, মুফতি আবু দাউদ মাহমুদী ও শিশুবক্তা হাফেজ কারি নূরুল ইসলাম বিক্রমপুরী প্রমুখ ইসলামী বক্তৃতা করেন।</p>