<p>কুড়িগ্রামের চিলমারীতে জেলা প্রশাসকের মতবিনিময়সভায় আমন্ত্রণ পেলেও আসেননি ইউপি চেয়ারম‌্যানরা। উপ‌জেলার পাঁচটি ইউনিয়নের চেয়ারম‌্যানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। উপজেলার ছয়টি ইউনিয়নের সব চেয়ারম্যানই আওয়ামী লীগের বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতা এবং নৌকা প্রতীক নি‌য়ে নির্বাচন ক‌রে বিজয়ী হ‌য়ে‌ছেন ব‌লে জানা গে‌ছে।</p> <p>উপজেলার বি‌ভিন্ন সমস‌্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময়সভা ডাকা হ‌লেও ইউপি চেয়া‌রম‌্যানরা না আসায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।</p> <p>উপজেলা প্রশাসন সূত্রে জানা গে‌ছে, মঙ্গলবার চিলমারীর চরাঞ্চল, নদীভাঙন, কর্মসংস্থান, বাল্যবিবাহ বন্ধসহ নানা সমস্যা, সম্ভাবনা ও উত্তরণ বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন ও সাংবাদিকদের নি‌য়ে মতবি‌নিম‌য়ের আয়োজন ক‌রে উপজেলা প্রশাসন। দুপু‌রে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথি ছি‌লেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুড়িগ্রামে জেলা ও উপজেলা আ. লীগের দুই নেতা গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/28/1730110727-49c140f4ea25640ec6a42d294ef333d0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুড়িগ্রামে জেলা ও উপজেলা আ. লীগের দুই নেতা গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/28/1440072" target="_blank"> </a></div> </div> <p>ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নঈম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত থাকলেও ছয়টি ইউনিয়নের পাঁচজন চেয়ারম‌্যানই অনুপস্থিত ছি‌লেন। একমাত্র রমনা ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আঁকা উপস্থিত ছিলেন ব‌লে জানা গে‌ছে।</p> <p>অনুপস্থিত চেয়ারম্যানরা হলেন নয়ারহাট ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, থানাহাট ইউপি চেয়ারম্যান ও থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলন, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু , চিলমারী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম এবং অষ্টমীর চর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন।</p> <p>এ বিষয়ে রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম বলেন, ‘ডিসি স্যারের মতবিনিময়সভায় যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু রাজনৈতিক পরিবেশ ভালো না থাকায় যেতে সাহস পাইনি।’</p> <p>চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ‘আগে দুইবার ডিসি স্যারের প্রগ্রাম পেছানো হয়েছিল। আজকের প্রগ্রামের বিষয়ে আজ (মঙ্গলবার) সকালে আমাকে জানানো হয়েছে। কিন্তু ব্যক্তিগত কারণে আমি বাইরে ছিলাম তাই যেতে পারিনি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুড়িগ্রামে মহানবী (সা.) কে ‘কটূক্তি’, যুবক আটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/13/1728838251-1629044bb27a79fb19f7aac71200c802.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুড়িগ্রামে মহানবী (সা.) কে ‘কটূক্তি’, যুবক আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/13/1434778" target="_blank"> </a></div> </div> <p>ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নঈম উদ্দিন ব‌লেন, মতবিনিময়সভার বিষয়ে ইউপি চেয়ারম্যানদের আমন্ত্রণ পত্র দেওয়া হয়। ত‌বে তারা কেন আসেনন‌ি বিষয়‌টি জানা নেই।</p> <p>কু‌ড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা ব‌লেন, ‘ফোরা‌মে কথা হ‌য়ে‌ছে চেয়ারম‌্যানরা না‌কি সহ‌যো‌গিতা কর‌তে‌ছেন না, এমনটাই জান‌তে পেরেছি।’</p>