<p>ঝিনাইদহের মহেশপুরে অসুস্থ গরুর মাংস বিক্রি করার অপরাধে জালাল হোসেন নামের এক কসাইকে ৩ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।</p> <p>মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত কসাই জালাল হোসেন উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত ভোলা বিশ্বাসের ছেলে।</p> <p>সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম কালের কণ্ঠকে জানান, ‘পৌর এলাকার কলেজ বাসস্ট্যান্ডে অসুস্থ গরুর মাংস বিক্রি করা হচ্ছে এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।’</p> <p>তিনি আরো বলেন, পৌরসভার অনুমোদিত জায়গার বাহিরে গিয়ে ভ্যাটেনারি সার্জনের অনুমোতি না নিয়ে ‘ল্যাম্প স্কিন ডিজিজ’ এ আক্রান্ত পশুর মাংস বিক্রির অপরাধে কসাই জালাল হোসেনকে ৩ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেসময় রোগাক্রান্ত ওই গরুর ৫০ কেজি মাংস জব্দ করা হয়।</p>