<p>ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৯ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ড শেষে আসামিদের ফরিদপুর জেলা কারাগারে প্রেরণ করেন। এসময় জেলেদের কাছ থেকে প্রায় ৪০ কেজি মা ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।</p> <p>মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জেলেকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল মামুন।</p> <p>আটককৃত জেলেরা সদরপুর উপজেলার চরনাসিরপুর, ঢেউখালী, নারিকেল বাড়িয়া ইউনিয়ন ও শিবচর উপজেলার বিভিন্ন গ্রামের আশিরুল ইসলাম (৩০), আল-আমিন শরীফ (২৫), মো. সাদ্দাম হোসেন (৩২), খোকন খা (৩০), শেখ হাসান (২৯), শুকুর মাদবর (৫৭), মনোয়ার বেপারী (৪৫), আলী আকবর (৩৮), আফজাল মোল্লা (৪৮)।</p> <p>এসব তথ্য নিশ্চিত করে সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর বলেন, পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর অভয়াশ্রম এলাকায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ৯ জন জেলেকে আটক করেন। জব্দকৃত জাল চন্দ্রপাড়া ঘাটে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও জব্দকৃত ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।</p> <p>অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল মামুন জানান, ইলিশ শিকারের অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ জেলেকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযান শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি আছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।</p>