<p>বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া বাজারে যৌথ বাহিনীর অভিযানে একটি গুদাম থেকে সরকারের বিভিন্ন প্রকল্পের ২৭ মেট্রিক টন (২৭ হাজার কেজি) চাল জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে চাল কেনা ও মজুদ করার অভিযোগে ফারুক হোসেন নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়।</p> <p>মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় দুপচাঁচিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল হক জানান, ওই গুদাম সিলগালা করে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।</p> <p>উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ব্যবসায়ী ফারুক হোসেন উপজেলার তালোড়া পৌরসভার বাঁশোপাতা এলাকার আমিনুর রহমানের ছেলে এবং চাল ব্যবসায়ী। তিনি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর টিসিবি, বিডব্লিউবি ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভোক্তাদের কাছ থেকে অবৈধভাবে কিনে তালোড়া বাজারের গুদামে মজুদ করে আসছিলেন।</p> <p>খবর পেয়ে মঙ্গলবার বিকেল ৩টার দিকে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথির নেতৃত্বে সেনা সদস্য, পুলিশ ও উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম ওই গুদামে অভিযান চালান। গুদামে বিভিন্ন প্রকল্পের ২৭ মেট্রিক টন চাল পাওয়া যায়। একই সঙ্গে ওই গুদামে সরকারি চালের তিন হাজার খালি বস্তা পাওয়া গেছে। এ সময় চালসহ গুদাম সিলগালা ও অবৈধভাবে চাল ক্রয় এবং মজুদের অভিযোগে ব্যবসায়ী ফারুক হোসেনকে আটক করা হয়।</p> <p>উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল হক জানান, জব্দ করা ২৭ মেট্রিক টন চালের মূল্য ১২ লাখ ১৫ হাজার টাকা। <br /> দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, যৌথ বাহিনীর টিম ঘটনাস্থলে রয়েছে। এখনো মামলা হয়নি।</p>