<p>মৌলভীবাজারের কমলগঞ্জে খাদ্য পরিদর্শক কিয়াম উদ্দিনের বাড়িতে ডিবি পরিচয়ে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে আদমপুর ইউনিয়নের দক্ষিণ তিলকপুর গ্রামে এই ঘটনা ঘটে। </p> <p>ভুক্তভোগী খাদ্য পরিদর্শকের স্ত্রী প্রধান শিক্ষক হোসনে আরা বলেন, ‘রাত আনুমানিক ৩টার দিকে মুখোশধারী ৬ জনের একদল ডাকাত আমাদের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আমাকে ও আমার স্বামীকে ডিবি পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে। বাকি সদস্যদের এক রুমে এনে হাত-পা বেঁধে ফেলে তারা। পরে আমাদের ঘরে থাকা হীরার দুটি আংটি, দুই ভরি ওজনের দুই জোড়া কানের দুল, দুই ভরি ওজনের গলার একটি নেকলেস, দুই ভরি ওজনের এক জোড়া গলার চেইন, এক ভরি ওজনের এক জোড়া হাতের বালা, আড়াই ভরি ওজনের মণিপুরি গুটি মালা একটি, এক ভরি ওজনের এক জোড়া স্বর্ণের আংটি ও তিন জোড়া স্বর্ণের কানের রিং এবং আমার দেবরের প্রায় পাঁচ ভরি স্বর্ণসহ মোট ১৭ ভরি স্বর্ণ ও ২৫ হাজার টাকা লুট করেছে তারা। যাওয়ার আগে আমাদের হুমকি দিয়ে দেয় কেউ চিৎকার করলে ফিরে এসে সবাইকে গুলি করে হত্যা করবে।’ </p> <p>কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুজ্জামান, স্থানীয় আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।</p> <p>কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী বলেন, ‘সার্কেল স্যারসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে আমার এটি একটি পরিকল্পিত হামলা বলে মনে করছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি।’</p>