<p>টানা ২৪ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও পর্যটকদের জন্য খোলা হয়েছে রাঙামাটির দুয়ার। বুধবার (৩০ অক্টোবর) রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।</p> <p>সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাংবাদিকরা। </p> <p>পর্যটকদের রাঙামাটি ভ্রমণের আহ্বান জানিয়ে মোশারফ বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ নভেম্বর থেকে রাঙামাটিতে পর্যটক ভ্রমণে সব ধরনের বিধি-নিষেধ তুলে নেওয়া হয়েছে। পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে। রাঙামাটিতে পর্যটক ভ্রমণে বর্তমানে কোনো সমস্যা নেই।</p> <p>তিনি আরো বলেন, যেহেতু খাগড়াছড়িতে বিধি-নিষেধ আগামী ৫ নভেম্বর থেকে তুলে নেওয়া হবে, তাই আগামী ৫ নভেম্বর থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন। </p> <p>নিষেধাজ্ঞা শেষ হওয়াতে স্বস্তি প্রকাশ করেছেন রাঙামাটির পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। রাঙামাটি হাউস বোট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাপ্পী তঞ্চঙ্গ্যা বলেন, দেশের পটপরিবর্তন, রাঙামাটিতে নানা সংঘাতসহ বিভিন্ন পরিস্থিতির কারণে দীর্ঘদিন রাঙামাটি পর্যটকশূন্য ছিল। এর মধ্যেই ৮ অক্টোবর থেকে পর্যটকদের রাঙামাটি ভ্রমণে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা শুরু হয়। এই নিষেধাজ্ঞার কারণে আর্থিক ক্ষতির চেয়েও রাঙামাটির পর্যটনের ইমেজের ক্ষতি বেশি হয়েছে। </p> <p>রাঙামাটির পর্যটনশিল্প আবারও আগের প্রাণচাঞ্চল্য ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘এই নিষেধাজ্ঞায় রাঙামাটির পর্যটন খাতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবু নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে আমরা খুশি।’ </p> <p>নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বেরান্নে রিসোর্টের সিইও হিল্লোল চাকমা বলেন, ‘বর্তমানে রাঙামাটি পর্যটকদের ভ্রমণের জন্য শতভাগ নিরাপদ। আমি আশা করব, পর্যটকরা আবারও রাঙামাটি ভ্রমণে আসতে শুরু করবেন।’ </p> <p>পর্যটকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে রাঙামাটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস গাইডের সিইও বনকুমুস বড়ুয়া বাপ্পী বলেন, ‘আমরা পর্যটক বরণে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। রাঙামাটি এখন পর্যটকদের জন্য পুরোপুরি নিরাপদ।’</p> <p>রাঙামাটি ট্যুরিস্ট বোট মালিক সমিতির সহসভাপতি মো. রমজান আলী বলেন, ‘এমনিতেই পাহাড়ের পর্যটনে খরা চলছিল দীর্ঘদিন যাবৎ, তার ওপর এই নিষেধাজ্ঞা আমাদেরকে চরম বিপদে ফেলে দিয়েছিল। ২৪ দিন পর হলেও এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়াতে আমরা খুশি হয়েছি। আশা করছি, আবার আগের মতো পর্যটকদের পদচারণে মুখর হয়ে উঠবে রাঙামাটি।’</p> <p>৬ অক্টোবর রাঙামাটি পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। সেখানে অনিবার্য কারণবশত পর্যটকগণকে ৮-৩১ অক্টোবর ২০২৪ পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়।<br />  </p>