<p>খুলনায় পুলিশ চারটি সোনার বারসহ মো. রবিউল ইসলাম (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। </p> <p>বুধবার (৩০ অক্টোবর) সকালে নগরীর ঠিকরাবন্দ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে লবণচরা থানা পুলিশ এ সোনার বার উদ্ধার করে। </p> <p>গ্রেপ্তার রবিউল মাদারীপুর জেলার কালকিনী থানার রায়নন্দপুর মোল্লারহাট গ্রামের আলমগীর সরদারের ছেলে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লেবাননে যুদ্ধবিরতি কাঠামো নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় আলোচনা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730292353-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লেবাননে যুদ্ধবিরতি কাঠামো নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় আলোচনা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/30/1440883" target="_blank"> </a></div> </div> <p>পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পল্লীবিদ্যুৎ সমিতির পশ্চিম পাশে জিন্নাত মেডিক্যাল পয়েন্ট এর সামনে অভিযানটি পরিচালনা করা হয়। এ ঘটনায় জড়িত ও মূলহোতাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।<br />  <br /> লবণচরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোনার বার উদ্ধার করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। </p>