<p>ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় জুয়েল খন্দকার (১৬) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাতে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে উপজেলার বারাকপুর এলাকায় মাছ বোঝাই একটি টমটম গাড়ির ধাকায় এ দুর্ঘটনা ঘটে।</p> <p>নিহত জুয়েল খন্দকার উপজেলার কাঠিপাড়া এলাকার মো. লোকমান খন্দকারের ছেলে। সে শুক্তাগড় মাহমুদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র ছিল। এ ছাড়াও একই মোটরসাইকেলে থাকা সেজান নামে আরো একজন গুরুতর আহত হয়েছে।</p> <p>পুলিশ জানায়, মোল্লারহাট এলাকা থেকে জুয়েল মোটরসাইকেলে সেজানকে নিয়ে বেপরোয়া গতিতে রাজাপুর আসছিল। তারা বারাকপুর এলাকায় আসলে গাছ ভর্তি একটি টমটম গাড়ির পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয়। আহত সেজানকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।</p> <p>রাজাপুর থানা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।</p>