<p>চাঁদপুরের মতলব দক্ষিণে পানিতে ডুবে একসঙ্গে যমজ ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। পাঁচ বছরের শিশু জুনায়েদ আর জায়েদ যমজ ভাই। তাদের একসঙ্গে জন্ম হলেও মৃত্যুও হলো একই সঙ্গে। </p> <p>বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার দক্ষিণ বহরী গ্রামে এ ঘটনা ঘটে।</p> <p>নিহত জায়েদ ও জুনায়েদ ওই গ্রামের কাতার প্রবাসী শরীফ খানের ছেলে। তারা স্থানীয় বহরী শিশু একাডেমি স্কুলের প্লে গ্রুপের শিক্ষার্থী ছিল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="উল্টোলেজি ধূমকেতুর বিরল ছবি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730369828-9725c6ed5212bbc6b71b4ce38c23bf90.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>উল্টোলেজি ধূমকেতুর বিরল ছবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/31/1441179" target="_blank"> </a></div> </div> <p>নিহত দুই শিশুর ফুফাতো ভাই মনির হোসেন শামীম জানান, দুপুরে তাদের মা যখন রান্না করছিলেন। তখন স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে অন্যদের সঙ্গে বাড়ির পুকুরে গোসল করতে যায় জুনায়েদ ও জায়েদ। গোসল শেষে সবার সঙ্গে ঘরেও ফিরে আসে তারা। কিন্তু হঠাৎ করে আবারও পুকুরে গোসল করতে চলে যায় জুনায়েদ ও জায়েদ। তার পরই নিখোঁজ তারা। এক পর্যায়ে পুকুরপারে খুঁজতে গিয়ে বাড়ি লোকজন দেখে শিশুদের জুতা পানিতে ভাসছে। এ সময় পানিতে নেমে খুঁজতে গিয়ে পাওয়া যায় দুই শিশুর নিথর দেহ। পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুনায়েদ ও জায়েদকে মৃত ঘোষণা করেন।</p> <p>পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় মানবিক কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দিয়েছে মতলব থানার পুলিশ।</p>