<p>পাবনায় দুই ট্রাকের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চায়ের দোকানে ঢুকে গেলে দোকানে অবস্থান করা সিরাজুল ইসলাম (৪০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চায়ের দোকানিসহ দুজন গুরুতর আহত হয়েছেন।</p> <p>আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার সময় পাবনার মহাসড়কে সিঙ্গা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম সদর উপজেলার টেবুনিয়া বয়রা কাশিনাথপুরের নসিমুদ্দিনের ছেলে। গুরুতর আহতরা হলেন চায়ের দোকানি টিটু ও মোস্তাকিন হোসেন। </p> <p>স্থানীয় সূত্র জানা যায়, টার্মিনাল ও গাছপাড়াগামী দুটি ট্রাক সিঙ্গাবাইপাস কমিউনিটি হাসপাতাল গেটের সামনে সংঘর্ষ হয়। এ সময় একটি ট্রাক সড়কের পাশে থাকা চায়ের দোকানে ঢুকে পড়লে দোকানে থাকা সিরাজুল নামের একজন নিহত হন এবং দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক কৃষিমন্ত্রীর সম্পদের পাহাড়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730352126-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক কৃষিমন্ত্রীর সম্পদের পাহাড়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/31/1441105" target="_blank"> </a></div> </div> <p>ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের খবর শুনে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’</p>