<p>ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষককে মোবাইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বুধবার (৩০ অক্টোবর) আখাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক নাজনীন আক্তার। </p> <p>সংশ্লিষ্ট সূত্র জানায়, রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলমান। গণিত পরীক্ষার দিন একটি কক্ষে শিক্ষার্থীরা দেখাদেখি করে লিখতে শুরু করলে তাদেরকে নিষেধ করা হয়। তখন শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের কিছুটা মনোমালিন্যও হয়। এ ঘটনার পর থেকেই শিক্ষকদের কাছে ফোনে হুমকি আসতে থাকে। ২৭ ও ২৮ অক্টোবর মোট ছয়জন শিক্ষককে হুমকি দেওয়া হয়।</p> <p>নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, দেখাদেখি করে লিখতে না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এ ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে শিক্ষার্থীরা নাকি তাদের পক্ষে কেউ এটা করছে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। </p> <p>আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, বিদ্যালয়ের শিক্ষকদের হুমকির ঘটনায় থানায় একজন লিখিত দিয়েছেন। তবে শিক্ষার্থীরা হুমকি দিয়েছে কিনা সেটা শিক্ষকরা বলতে পারছেন না। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p>