<p>রংপুর মেডিক্যাল কলেজের সদ্য দায়িত্ব পাওয়া অধ্যক্ষ ডা. মাহফুজার রহমানের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও উত্তপ্ত রংপুর মেডিক্যাল কলেজ। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী চিকিত্সক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।</p> <p>বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগীয় প্রধান জানান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, বিগত সময়ে কলেজের ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালনকালে আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে ডা. মাহফুজার রহমান কাজ করেছেন। দুপুরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : বাণিজ্য উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730386749-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : বাণিজ্য উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/10/31/1441251" target="_blank"> </a></div> </div> <p>জানা গেছে, গত মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আদেশে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শাহ মো. সরওয়ার জাহানকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে একই কলেজের উপাধ্যক্ষ মাহফুজার রহমানকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেনকে।</p> <p>গতকালও রংপুর মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়ায় ফুঁসে ওঠে ক্যাম্পাস। বিক্ষোভ করেছেন বৈষ্যমবিরোধী চিকিত্সক, শিক্ষার্থী ও কর্মচারীরা। ২৪ ঘণ্টার মধ্যে অধ্যক্ষের পদায়ন বাতিল করা না হলে গতকাল শক্ত আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। </p> <p>এ নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। অভিযোগ করেন, অধ্যক্ষ মাহফুজার রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের ময়নাতদন্ত রিপোর্ট বিকৃতির অপচেষ্টাকারী স্বৈরাচারের দোসর এবং ক্যাম্পাসে সুবিধাভোগী নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পৃষ্ঠপোষক। নতুন অধ্যক্ষ মাহফুজার রহমানের এই কলেজে ঠাঁই নেই বলে অধ্যক্ষের বসার রুম বন্ধ করে দেন আন্দোলনকারীরা। </p> <p>পরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মণ্ডল, একই বিভাগের সহযোগী অধ্যাপক আদিলুর জামান, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ নাসরুল্লাহসহ সাধারণ শিক্ষার্থীরা।</p> <p>এদিকে অধ্যক্ষ মাহফুজার রহমান তাঁর বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ২০১৯ সাল থেকে উপাধ্যক্ষ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। সেই সময়ে ন্যায্য অধিকার থেকে তিনি বঞ্চিত হয়েছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর চলতি বছরের ১৭ জুলাই অধ্যাপক হিসেবে বদলি করা হয় দিনাজপুর মেডিক্যালে। আর মঙ্গলবার তাঁকে অধ্যক্ষ নিয়োগ দেওয়ায় একটি চক্র নিজেদের ফায়দা হাসিলের জন্য অপচেষ্টা চালাচ্ছে। শহীদ আবু সাঈদের ময়নাতদন্তের সময় তিনি নানাভাবে সহযোগিতা করার দাবি জানান।</p> <p>তবে আন্দোলনরতরা কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়া ডা. মাহফুজারকে আগামী তিন কর্মদিবসের মধ্যে পদত্যাগ করার দাবি জানান। অন্যথায় একাডেমিক প্রশাসনিকসহ সব কার্যক্রম বন্ধ করে দুর্বার আন্দোলনের ঘোষণা দেন শিক্ষক ও শিক্ষার্থীরা। </p>