<p>জুলাই বিপ্লবের সুফল ধরে রাখতে দেশের গণমাধ্যমকে ফ্যাসিবাদ এবং তাদের দোসরমুক্ত রাখতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) নেতারা। পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের দাবিও জানান ১৮ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা পেশাজীবী এই সংগঠনের নেতারা।</p> <p>বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সিএমইউজে নেতারা এই দাবি জানান। সংগঠনের সভাপতি শাহ নওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান ও দৈনিক দিনকালের ব্যুরোপ্রধান হাসান মুকুল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৩৪, আক্রান্ত ৩০৮৭৯" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730387916-f55d391480b6c298d68adc0116a59ba8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৩৪, আক্রান্ত ৩০৮৭৯</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/31/1441256" target="_blank"> </a></div> </div> <p>বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির সভাপতি মুস্তাফা নঈম, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক মঈন উদ্দিন কাদেরী শওকত, সিএমইউজে সদস্য শহিদুল ইসলাম, সাইফুল্লাহ চৌধুরী, আমিনুল ইসলাম, সিএমইউজের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী প্রমুখ।</p> <p>এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে বক্তব্য দেন সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী, সমন্বয়ক নীলা আফরোজ, সমন্বয়ক তানভীর শরীফ, সমন্বয়ক ইব্রাহীম কুরায়শী, সমন্বয়ক লুৎফর রহমান রোহান, ছাত্র প্রতিনিধি বায়াতুল্লাহ বায়াত প্রমুখ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাফজয়ী দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের উপহার ১ কোটি টাকা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730387574-5e582befe4cac7a3025ace93e42614f0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাফজয়ী দলকে ক্রীড়া মন্ত্রণালয়ের উপহার ১ কোটি টাকা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/31/1441255" target="_blank"> </a></div> </div> <p>সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ বারবার পরিবর্তন করা হয়েছে উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেন, ‘সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন আওয়ামী লীগ সরকার ১১১ বার পরিবর্তন করেছিল। মামলা নিষ্পত্তির জন্য বর্তমান সরকারের উদ্যোগ দৃশ্যমান হলেও আমরা চাই এটি আরো দ্রুত নিষ্পত্তি হোক। দোষীদের আইনের আওতায় আনা হোক। এ ছাড়া আওয়ামী লীগ আমলে ৬৭ জন সাংবাদিককে হত্যা করা হয়েছিল। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের জোর দাবি জানাই।’</p>