<p>পাবনার ঈশ্বরদীতে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পাবনার ‘খ’ সার্কেল ঈশ্বরদী। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঈশ্বরদী রেলওয়ে বাজারের রিকশা সমিতি মার্কেটের ফলের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।</p> <p>আটকরা হলেন পাবনা সদর থানার কাশিপুর গ্ৰামের মৃত মুক্তার হোসেনের ছেলে আলামিন ওরফে মুন্না (৩২) ও পাবনার সুজানগর খাড়পাড়া গ্ৰামের আইয়ুব আলীর ছেলে আনোয়ার হোসেন শামীম (২৯)।</p> <p>আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন জানান, মুন্না ও শামীম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ঈশ্বরদীসহ আশপাশের এলাকায় ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করতেন তারা। বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী রেলওয়ে বাজারের রিকশা সমিতি মার্কেটের সামনে তাদের মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এই সময় আটকদের দেওয়া তথ্য মতে তাদের মোটরসাইকেলের সিটের নিচ থেকে ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। উপস্থিত জনতার সামনে গণনা করা হলে ৮০০ পিচ ইয়াবা বড়ি পাওয়া যায়। তাদেরকে আটক করে ডিএনসি কার্যালয়ে আনা হয়।</p> <p>আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ডিএনসির এই কর্মকর্তা।</p>