<p>চট্টগ্রামের ফটিকছড়িতে সুপারির গুদামে নেমে আপন দুই ভাই নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।</p> <p>আজ শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ফটিকছড়ির পাইন্দং ইউপির পশ্চিম হাইদচকিয়া গ্রামের হাজী গুন্নুমিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।</p> <p>নিহতরা হলেন- মো. শফি (৪৫) ও মো. শহিদুল্লাহ (৩৭ )। তারা দুজন ওই গ্রামের ছালে আহাম্মদের ছেলে। তারা দুজনই সুপারি ব্যবসায়ী ছিলেন। তবে আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।</p> <p>প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য মহিন উদ্দিন জানান, সুপারি ব্যবসায়ী নিহত শফি গতকাল বৃহস্পতিবার রাতে টেকনাফ থেকে ১ ট্রাক সুপারি প্রক্রিয়াজাতকরণের জন্য আনেন। আজ শুক্রবার দুপুরে সুপারি প্রক্রিয়াজাতকরণের ট্যাংকি পরিষ্কার করার জন্য নামলে মো. শফি দমবন্ধ হয়ে ট্যাংকিতে পড়ে যান। তাকে উদ্ধার করতে নেমে তার ভাই শহীদুল্লাহরও একই অবস্থা হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তাদের উদ্ধার করতে নেমে অসুস্থ হয়ে পড়েন আরো তিনজন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘হামাক এখন দেখশুন করবি কে?’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/01/1730452457-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘হামাক এখন দেখশুন করবি কে?’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/01/1441523" target="_blank"> </a></div> </div> <p>সূত্র আরো জানায়, পরে সুপারির ট্যাংকিতে নামা পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।</p>