<p>কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ার টৈটং ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পেকুয়া থানা পুলিশ। গত ২৫ অক্টোবর র‍্যাব-১৫ কক্সবাজারের রামু থেকে তাকে গ্রেপ্তার করে পেকুয়া থানায় সোপর্দ করেছিল।</p> <p>পুলিশ চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৩১ অক্টোবর তাকে পেকুয়া থানায় রিমান্ডে আনা হয়।</p> <p>তার বিরুদ্ধে চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি জাফরের একনিষ্ঠ সহযোগী ও অবৈধ ক্ষমতার দাপটে ভোট কেন্দ্র দখল, বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের নিপীড়ন, দখল বাণিজ্য ও মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে। এ ছাড়া এলাকার ডাকাত ও অপরাধীদের সংঘটিত করে একটি সশস্ত্র ‘দা বাহিনী’ গঠন করে হত্যা, ডাকাতি ও বনভূমি দখলের অভিযোগও রয়েছে।</p> <p>উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণার পর স্বাগত মিছিলে গুলিবর্ষণের অভিযোগে মামলা, টৈটং শফিকিয়া মাদরাসা ভোট কেন্দ্রে ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে ভোট ডাকাতির অভিযোগে দুটি মামলা রয়েছে। বর্তমানে টৈটংয়ের ওই কেন্দ্র দখলের অভিযোগে দায়ের করা মামলায় তার রিমান্ড চলছে। </p> <p>এ ছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম হত্যা মামলার আসামি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ ১০ বছরের নির্বাসিত জীবন থেকে দেশে ফিরে জন্মস্থান পেকুয়ায় আসলে চকরিয়া থেকে তাকে স্বাগত জানিয়ে আসার পথে ২৮ অক্টোবর সাহারবিল এলাকায় বিএনপির গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলারও আসামি এই জাহেদ। তার বিরুদ্ধে ত্রাণের চাল চুরির অভিযোগও রয়েছে।</p> <p>পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলামকে রিমান্ডে আনার বিষয়টি নিশ্চিত করেছেন। </p>