<p>কক্সবাজার বিচার বিভাগের জেলা ও দায়রা জজ আদালতসহ বিভিন্ন আদালতে ৬৪ জন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ পেয়েছেন।</p> <p>গত বুধবার রাতে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি/পিপি শাখা) উপসলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো এক পত্রে এ তথ্য জানান। </p> <p>নিয়োগপ্রাপ্ত সরকারি আইনজীবীদের মধ্যে রয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪, একই আদালতের জিপি অ্যাডভোকেট শামশুল হুদা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ পিপি অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ পিপি অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস।</p> <p>কক্সবাজার জেলার নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের বেশির ভাগই বৃহস্পতিবার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগদান করেছেন।</p>