<p style="text-align:justify">আলেমরা ঐক্যবদ্ধ হলে ইসলামের বিজয় নিশ্চিত বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও উলামা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, এদেশে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য সকল মতের আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আলেমরা ঐক্যবদ্ধ হলে ইসলামের বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব ধরনের ছাড় দিতে প্রস্তুত রয়েছে।</p> <p style="text-align:justify">শনিবার (২ নভেম্বর) সকাল ১০ টায় রাজশাহী নগরীর নাইস কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত ‌‌উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। </p> <p style="text-align:justify">আলেমদের উদ্দেশ্যে রফিকুল ইসলাম খান বলেন, আলেমদের প্রধান দায়িত্ব ও কর্তব্য হলো পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের প্রচার ও প্রসারের কাজ করা। আর আমাদের দেশের প্রতিটি মসজিদগুলো হবে দ্বীন চর্চার কেন্দ্র, ইসলাম প্রচার ও প্রসারের প্রধান কেন্দ্রবিন্দু। সেই লক্ষ্যে আমাদের সকল আলেম সমাজকে একত্রে কাজ করতে হবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ট্রাম্পকে কেউ ভুল বুঝিয়েছে: দুদু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730551623-4f9381b2c7ceb688047ab09446702ad3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ট্রাম্পকে কেউ ভুল বুঝিয়েছে: দুদু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/02/1441917" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">প্রধান আলোচকের বক্তব্যে ড. মাওলানা মুফতি খলিলুর রহমান মাদানী বলেন, কেবল উলামায়ে কেরামের ইমামতিতেই এদেশে শিরক-বিদয়াত মুক্ত, অপরাধ, দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত সমাজ গঠন সম্ভব।</p> <p style="text-align:justify">সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী। সঞ্চালনায় ছিলেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রুহুল আমিন।</p> <p style="text-align:justify">অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নিজাম উদ্দিন মজলিসে মোফাসসেরিন রাজশাহী মহানগরীর সভাপতি হাফেজ মাওলানা আবুল কালাম আযাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক প্রফেসর আব্দুস সালাম আল মাদানী, ওলামা মাশায়েক রাজশাহী মহানগরীর সভাপতি মাওলানা মোস্তফা আল মারুফ, মাওলানা ইয়াহিয়াসহ রাজশাহীর বিভিন্ন আলেম উলামায়েকেরাম।</p>