<p>‘গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আরেকটি সুযোগ পেয়েছি, এ সুযোগকে কাজে লাগিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই।’ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি নুরুল হক নুর শনিবার (২ নভেম্বর) নোয়াখালীতে এ কথা বলেন।</p> <p>শনিবার বিকেলে জেলা শহরের হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তারুণ্যের গণসমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য দেন তিনি।  </p> <p>দেশের রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র পেলেও রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি পায়নি দেশের জনগণ। এরশাদের সামরিক শাসনের পতনের পরে আমরা গণতন্ত্র পেলেও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারিনি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নোয়াখালীতে ছাত্রদল নেতার হাঁটুতে অস্ত্র ঠেকিয়ে গুলি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730239837-56cbc8fab6d7de37af9001324d464537.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নোয়াখালীতে ছাত্রদল নেতার হাঁটুতে অস্ত্র ঠেকিয়ে গুলি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/30/1440712" target="_blank"> </a></div> </div> <p>নুর বলেন, ‘আমরা প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না। আমরা সবাইকে নিয়ে একটা গণতান্ত্রিক বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক নতুন সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চাই। সেখানে মারামারি-হানাহানি থাকবে না। সেখানে থাকবে সহনশীলতা এবং সম্প্রীতির রাজনীতি। রাজনীতির মাধ্যমে জনপথ হবে শান্তির জনপথ।’  </p> <p>তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আগামী সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচনসহ সব নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী দেওয়া হবে। তাই সবাইকে কাজ করতে হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অবস্থান নিয়েও অফিস রক্ষা করতে পারলেন না জাপা নেতারা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730553280-1df6498467385f32d0fefecce97ca940.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অবস্থান নিয়েও অফিস রক্ষা করতে পারলেন না জাপা নেতারা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/02/1441925" target="_blank"> </a></div> </div> <p>গণ অধিকার পরিষদ নোয়াখালী জেলা শাখার সভাপতি আবদুজ্জাহেরের সভাপতিত্বে গণসমাবেশে আরো বক্তব্য দেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান, কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল আহমেদ প্রমুখ।</p>