<p>ফেনীর সোনাগাজীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিয়েছে পুলিশ। অভিযুক্ত দুলাল হোসেন ওরফে বাটা দুলাল (৪০) উপজেলার চর চান্দিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। শুক্রবার (১ নভেম্বর) রাতে উপজেলার ভুঁইয়া বাজার এলাকা থেকে সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।</p> <p>সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুজ্জামান বলেন, থানায় নথিপত্র যাচাই-বাছাই করে মামলা না পাওয়ায় দুলাল হোসেনকে রাতেই ছেড়ে দেওয়া হয়েছে। </p> <p>তবে স্থানীয় একাধিক সূত্র জানায়, গত ১০ অক্টোবর রাতে সোনাগাজী পৌরশহরের ফল ব্যবসায়ী মো. আবদুল্যাহ বাদী হয়ে পৌরসভা যুবলীগের সভাপতি নাছির উদ্দিন অপুসহ ৬০ জনকে আসামি করে চাঁদাবাজি ও মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগ নেতা দুলাল হোসেন ওরফে বাটা দুলাল এজাহারভুক্ত ২৩ নম্বর আসামি।</p> <p>মামলার বাদী মো. আবদুল্যাহ বলেন, ‘বাটা দুলাল আমার মামলার এজাহারভুক্ত আসামি। আমি শুনেছি, শুক্রবার রাতে সেনাবাহিনী তাকে আটক করে পুলিশে দিয়েছে। পরে পুলিশ তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি আমার জানা নেই। যদি এমন হয়,তাহলে আমি পুলিশের ঊর্ধ্বতনদের কাছে থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ দেব।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনার মতো আর কোনো স্বৈরাচার সরকার চাই না : মান্না" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730555635-d58608b27564cb70bba2071add76c1d1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনার মতো আর কোনো স্বৈরাচার সরকার চাই না : মান্না</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/02/1441933" target="_blank"> </a></div> </div> <p>সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, শুক্রবার রাতে দুলাল হোসেন ওরফে বাটা দুলালকে সেনা সদস্যরা আটক করে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে পূর্বের পাঁচটি মামলা রয়েছে। প্রতিটি মামলায় তিনি জামিনে রয়েছেন। এরপরও থানার নথিপত্র যাচাই-বাছাই করে মামলা না পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।</p> <p>চাঁদাবাজির মামলায় এ যুবলীগ নেতা এজাহারভুক্ত ২৩ নম্বর আসামি থাকার বিষয়ে ওসি বলেন, ওই মামলায় তার বাবার নাম আনিছুল হক লেখা হয়েছে। কিন্তু তার বাবার নাম আবু তাহের। এ কারণে থানার কম্পিউটারে মামলা দেখা যায়নি। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো ও চাকরি নীতিমালা করতে হবে : মাসুদ সাঈদী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730556858-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো ও চাকরি নীতিমালা করতে হবে : মাসুদ সাঈদী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/02/1441937" target="_blank"> </a></div> </div> <p>মো. কামরুজ্জামান জানান, তিনিসহ বর্তমানে থানায় কর্মরত সব পুলিশ সদস্য নতুন হওয়ায় দুলালকে কেউ চিনতে পারেননি। সকালে লোকজনের কাছ থেকে শুনে তাকে গ্রেপ্তার করতে একাধিক জায়গায় অভিযান চালিয়েছেন। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন।</p> <p>জানতে চাইলে সোনাগাজী সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. তাসলিম হুসাইন জানান, তিনি ঢাকায় একটি প্রশিক্ষণে রয়েছেন। এ বিষয়ে থানার ওসি তাকে কিছুই জানায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবেন বলে জানান তিনি।</p>