<p>কুষ্টিয়ার দৌলতপুরে ও শেরপুর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকেলে এসব ঘটনা ঘটে। </p> <p>তারা হলেন, কুষ্টিয়ার দৌলতপুরের রিফাইতপুর ইউনিয়নের হরিনগাছী পূর্বপাড়া গ্রামের দুই চাচাতো ভাই-বোন নুরাইন (৪) ও ফাতেমা (৪) এবং শেরপুরের সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া গ্রামের দুই চাচাতো ভাই মাহিন মিয়া (৬) ও জুনায়েদ হোসেন (৫)।</p> <p>স্থানীয় সূত্রে জানা যায়, হরিনগাছী পূর্বপাড়া গ্রামের খোদাবক্সের ছেলে নুরাইন ও মিজারুল ইসলামের মেয়ে ফাতেমা একসঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন শিশুদের না পেয়ে খুঁজতে গিয়ে দেখে তারা পুকুরে ডুবে ভাসমান রয়েছে। পরে শিশুদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।</p> <p>রিফাইতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, সন্ধ্যার একটু আগে হরিনগাছী পূর্বপাড়া গ্রামের দুই ভাই খোদাবক্স ও মিজারুল ইসলামের ছেলে ও মেয়ে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে এলাকার লোকজন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটি গঠন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730560539-34acfd68ee317001f49d75e87d18a37c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটি গঠন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/02/1441950" target="_blank"> </a></div> </div> <p>শেরপুরের ঘটনার বিষয়ে জানা যায়, বিকেলে খেলাধুলার জন্য দুই চাচাতো ভাই বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুরু করে পরিবার। পরে বাড়ির পাশে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।</p> <p>স্থানীয়দের ধারণা, পুকুরে হাত-পা ধোঁয়ার জন্য গিয়ে পানিতে পড়ে গেলে সাঁতার না জানার কারণে একজন আরেকজনকে ধরতে গিয়ে দুইজনই পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু ঘটেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টেকনাফে একসঙ্গে ৯ কৃষককে অপহরণ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730559524-a49f712610d22e4f871fd8639ee9634e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টেকনাফে একসঙ্গে ৯ কৃষককে অপহরণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/02/1441947" target="_blank"> </a></div> </div> <p>সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোবাইলে ফোন করে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনাটি জানিয়েছেন। তবে কোনো অভিযোগ থানায় আসেনি।</p>