<p>কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ থেকে ৯ জন কৃষককে অপহরণ করে গহিন পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে সাতজন স্থানীয় অধিবাসী ও দুজন রোহিঙ্গা রয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার করাচিপাড়া পাহাড়ি এলাকা থেকে ওই কৃষকদের অপহরণ করা হয়।  </p> <p>অপহৃতরা হলেন নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছেনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল ও নুরুল হোছেন। তবে দুই রোহিঙ্গার নাম-ঠিকানা পাওয়া যায়নি।</p> <p>হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা নুর মোহাম্মদ আনোয়ারী জানান, স্থানীয় সাতজন কৃষক অপহৃত হয়েছেন বলে তিনি শুনেছেন। পাহাড়ের পাদদেশে ক্ষেত-খামারে কাজ করার সময় তাঁদের অপহরণকারীরা ধরে নিয়ে যায়।</p> <p>টেকনাফ মডেল থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, বিষয়টি তিনি জেনেছেন। পুলিশ উদ্ধার অভিযানে কাজ করছে।</p> <p>কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য বলছে, এ নিয়ে গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৩৬ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এদের মধ্যে ৮১ জন স্থানীয় বাসিন্দা ও ৫৪ জন রোহিঙ্গা। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৯ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রগুলো দাবি করেছে।</p>