<p>রংপুরের গঙ্গাচড়ায় সাব-রেজিস্ট্রার রিপন চন্দ্র মন্ডলের অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে দলিল লেখকরা ও ছাত্র-জনতা। রবিবার (৩ নভেম্বর) সাব-রেজিস্ট্রার অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এদিন কলম বিরতি পালন করেন দলিল লেখকরা।</p> <p>প্রতিবাদ সমাবেশে দলিল লেখকগণ জানান, গঙ্গাচড়ায় যোগদানের পর থেকে সাব-রেজিস্ট্রার রিপন চন্দ্র মন্ডল জমির কাগজপত্র সঠিক থাকলেও কৃত্রিম উপায়ে কাগজপত্রে ভুল বের করেন এবং মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। সপ্তাহে দু্ই দিন অফিস করার কারণে অনেক দলিল করতে হয়। সাব রেজিস্ট্রার যে দলিলগুলোর ঘুষ নেন সেগুলো রেজিস্ট্রি করেন, বাকিগুলো না করেই ৪টার মধ্যে অফিস ত্যাগ করেন। </p> <p>দলিল লেখকদের অভিযোগ, গত ১৫ জুলাই ঠাকুরাদহর গোলাপজনগং ৬.৪১ শতক জমির দলিল ৬০ হাজার টাকা উৎকোচ মাধ্যমে নিয়ে রেজিস্ট্রি করে। একইভাবে দক্ষিণ কোলকোন্দের শ্যামল চন্দ্র ১০ সেপ্টেম্বর সাড়ে ১১ শতক জমি দানের ঘোষণা দলিল ২০ হাজার টাকা উৎকোচের মাধ্যমে করেন। ২৯ জুলাই গঙ্গাচড়া বাজারে ৮ শতক জমি ৫০ লাখ টাকা মূল্য শ্রেণি বাণিজ্যিক হওয়ায় উৎস কর বাবদ ২ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন এবং পরে ২ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি করেন।</p> <p>তারা আরো অভিযোগ করে বলেন, রিপন চন্দ্র মন্ডল ফ্যাসিবাদ পতনের আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী বর্তমানে হত্যা মামলায় জেলে থাকা রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের ভাগ্নে পরিচয় দিতেন। ফ্যাসিবাদ আওয়ামী সরকারের পতনের পর এখন কৌশল পাল্টিয়ে ঘুষ দাবি করছেন তিনি। </p> <p>দলিল লেখক সমিতির সভাপতি চাঁদ সরকার বলেন, ‘প্রত্যেকটা দলিলে কৃত্রিম উপায়ে ভুল বের করে আইনের বিভিন্ন অজুহাত দেখিয়ে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন সাব রেজিস্ট্রার। তাকে ঘুষ দিলে দলিল হয়, আর না দিলে দলিল হয় না। এতে দলিল লেখকরা প্রতিবাদ করলে তাদেরকে লাইসেন্স বাতিলের হুমকি দেন। মূলত তিনি ঘুষ বাণিজ্যের জন্যই এ ত্রুটি বের করেন। আমরা সাব রেজিস্ট্রারের অপসারণ না হওয়া পর্যন্ত আর দলিল সম্পাদন কাজ করব না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অস্তিত্ব রক্ষায় পার্টি অফিস পাহারা দিচ্ছেন জাপা নেতাকর্মীরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730545705-81972952dda0f3cc39c0ca9765e0fc67.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অস্তিত্ব রক্ষায় পার্টি অফিস পাহারা দিচ্ছেন জাপা নেতাকর্মীরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/02/1441891" target="_blank"> </a></div> </div> <p>এ সময় ছাত্র নুর রেজা, রাকিব, শাকিল, শহিদুল বলেন, ফ্যাসিবাদের কোথাও ঠাঁই নেই। ফ্যাসিবাদ থাকলে নতুন বাংলাদেশের সরকারকে বেকায়দায় ফেলার জন্য ঘুষ বাণিজ্য করবে। দ্রুত ফ্যাসিবাদের দোসর সাব রেজিস্ট্রারের অপসারণ চাই।</p> <p>সাব-রেজিস্ট্রার রিপন চন্দ্র মন্ডল তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কতিপয় দলিল লেখক আমাকে ভুয়া কাগজপত্র দিয়ে দলিল করতে বলেন। আমি এতে অস্বীকৃতি জানালে তাদের স্বার্থে আঘাত লাগায় তারা আমাকে অপসারণ করার জন্য উঠে পড়ে লেগেছে।’</p> <p>আওয়ামী লীগ নেতার ভাগ্নে পরিচয় দেওয়ার বিষয়ে বলেন, ‘সে সময় অনেকে কাগজ ঠিক না থাকার পরও আওয়ামী পরিচয়ে দলিল রেজিস্ট্রি করতে চাপ দিতো। তাই অবৈধ চাপ থামাতে পরিচয় দিয়েছিলাম। তুষার কান্তি মন্ডল আমার কেউ নন।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক কৃষিমন্ত্রী শহীদ কারাগারে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730629641-bb0539e38a0bbccfd78c345448c2f33e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক কৃষিমন্ত্রী শহীদ কারাগারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/11/03/1442255" target="_blank"> </a></div> </div> <p>প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির সহ-সভাপতি নুর ইসলাম নান্টু, আবু জাফর, আজিজুল হাকিম, দলিল লেখক শফিকুল ইসলাম চাঁদ, মজিদুল ইসলাম, আব্দুল আউয়াল, আনিচুর রহমান, আবুল কালাম, মিঠু সরকার প্রমুখ। দলিল লেখকগণের দাবির প্রতি সংহতি প্রকাশ করে কর্মসূচিতে ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।</p>