<p style="text-align:justify">সিন্ডিকেট ও কালোবাজারিদের রুখতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের একটি দোকানে বিনা লাভের বাজার নামে একটি দোকান চালু হয়েছে।</p> <p style="text-align:justify">রবিবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্রীমঙ্গল নতুনবাজার এলাকায় শুরুতে ডিম ও মুরগি বিক্রির মাধ্যমে দোকানটির উদ্বোধন করা হয়।</p> <p style="text-align:justify">শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মিয়া মধু দোকানটি উদ্বোধন করেন। উপজেলা সদরের নতুনবাজারে ‘লেমন ফ্রেশ মিট’ নামে এই দোকানে বিনা লাভে সঠিক ওজনে মোরগ ও ডিম বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।</p> <p style="text-align:justify">মহসিন মিয়া মধু জানান, ২-১ দিনের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন, আলুসহ শীতকালীন সকল শাক-সবজি পাইকারি মূল্যে কিনে বিনা লাভে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে।</p> <p style="text-align:justify">লেমন গ্রুপের নির্বাহী পরিচালক মো.শাহীন সুলতান জানান, ‘লেমন ফ্রেশ মিট’ লেমন গ্রুপের একটি প্রতিষ্ঠান। শ্রীমঙ্গল পৌরসভার সদ্য সাবেক মেয়র মহসিন মিয়ার অনুরোধে বাজার স্থিতিশীল রাখার জন্য সিন্ডিকেট ভাঙতে স্বল্পমূল্যে সাধারণ ভোক্তাদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।</p> <p style="text-align:justify">তিনি বলেন, শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে পাইকারি মূল্যে বিনা লাভে মোরগ ও ডিম বিক্রির প্রচারণা চালানো হচ্ছে। যতদিন মোরগ ও ডিম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না আসবে ততদিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।</p> <p style="text-align:justify">উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী জানান, ‘মোরগ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই উদ্যোগ অব্যাহত থাকবে।’</p>