<p>কুমিল্লার লাকসামে হাসিনা আক্তার বৃষ্টি (২৫) নামের এক নারীর রহস্যজনক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। রবিবার (৩ নভেম্বর) ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এটি হত্যা, নাকি আত্মহত্যা। এই নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।  </p> <p>বৃষ্টি কান্দিরপাড় ইউনিয়নের মনোহরপুর গ্রামের সারওয়ার কাইয়ুমের স্ত্রী। লাকসাম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবদুল লতিফ তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ওই নারীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।</p> <p>পুলিশ ও নিহত ওই নারীর স্বামীর পরিবার সূত্র জানায়, শনিবার দিবাগত রাত অনুমান সোয়া ১টার দিকে বাড়ি এসে ঘরের দরজা খোলার জন্য বৃষ্টিকে অনেক ডাকাডাকি করেন তার স্বামী। কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ মিলেনি। এক পর্যায়ে ঘরের পেছনের দরজা ভেঙ্গে তিনি ঘরে প্রবেশ করেন এবং দেখেন, তার স্ত্রী ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। তাকে নামিয়ে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।</p> <p>স্থানীয় ও নিহত ওই নারীর স্বজন সূত্র জানায়, প্রায় পাঁচ বছর আগে কান্দিরপাড় ইউনিয়নের মনোহরপুর গ্রামের সফিউল্লাহর ছেলে মাছ ব্যবসায়ী সারওয়ার কাইয়ুমের সঙ্গে গোবিন্দপুর ইউনিয়নের সাতঘর ইছাপুরা গ্রামের জাফর আহাম্মদের মেয়ে বৃষ্টির সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ লেগেই থাকতো।</p> <p>নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার একাধিক ব্যক্তি জানায়, ঘটনার দিন বিকেলে এবং সন্ধ্যার পর ওই নারীর স্বামী তাকে অনেক মারধর করেন। তাদের ধারণা, ওই মারধরের ঘটনায় তিনি মারা গেছেন। কাইয়ুম এটিকে আত্মহত্যার নাটক সাজিয়েছে।</p> <p>নিহত ওই নারীর ভগ্নিপতি আজহার উদ্দিন সুজন জানান, রবিবার কাইয়ুম আমাকে ফোন দিয়ে বলেন, বৃষ্টি খুব অসুস্থ। এ সংবাদ পেয়ে তাদের বাড়ি যাই। তার স্বামী আমাকে বলেন, ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বৃষ্টি। বিষয়টি সন্দেহ হলে আমি থানায় খবর দেই। আমাদের ধারণা, বৃষ্টিকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছে তার স্বামী কাইয়ুম। পুলিশ আসার সংবাদ পেয়ে বাড়ি থেকে কৌশলে সরে যান কাইয়ুম।</p> <p>লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।</p> <p>ওসি আরো জানান, নিহত ওই নারীর স্বামী একজন মাদকসেবী বলে শুনেছি। তবে ওই নারীর মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>