<p>ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্র দিয়ে প্রকাশ্যে গুলি করার ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় ওই অস্ত্রধারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p>শনিবার বিকেলে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা যায়, তারাকান্দা উপজেলার সৌরভী রাইস মিলের মালিক মিজানুর রহমান ওরফে (লাদেন) মুন্সি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করেছেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।</p> <p>শনিবার (২ নভেম্বর) বানিহালা ইউনিয়নের রনকান্দা গ্রামে ছাইপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। </p> <p>সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যবসায়ীর পতিত জমিতে বিকালে কিশোর-যুবকরা ফুটবল খেলা শুরু করেন। এ সময় উপস্থিত খেলোয়াড়রা খেলায় মেতেছেন। কোনো কিছু বুঝার আগেই জমির মালিক মিজানুর রহমান ওরফে লাদেন মুন্সি যুবকদের উদ্দেশ্যে গুলি ছুড়ে। এ সময় পুরো এলাকায় থমথমে অবস্থা। চারদিকে  আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় এলাকাবাসী গুলির ছাড়ার অভিযুক্ত মিজানুর রহমান ওরফে লাদেন মুন্সিকে আটক করে পুলিশে হাতে তুলে দেয়।</p> <p>স্থানীয়রা জানান, আওয়ামী লীগের কর্মী মিজানুর রহমান ওরফে লাদেন মুন্সি বিগত দিনে পিস্তল নিয়ে মানুষকে হুমকি-ধামকি  দিতেন। তার বিরুদ্ধে প্রতিবাদ করার কারো পক্ষে সম্ভব হয়নি। প্রভাবশালী এ ব্যবসায়ীর এমন আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী। তাঁদের অভিযোগ আগ্নেয়াস্ত্র নীতিমালা ২০১৬ আইনে কেবলমাত্র আত্মরক্ষার স্বার্থে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে। আইনে ব্যক্তিগত পর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান সাধারণভাবে নিরুৎসাহিত করা হয়েছে।</p> <p>আগ্নেয়াস্ত্রের মালিক টেস্ট ফায়ার করতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। তবে ওই সকল নিয়মনীতিকে তোয়াক্কা না করে মিজানুর রহমান গুলিবর্ষণ করেছেন।</p> <p>ফুটবল খেলতে আসা কিশোর মাহফুজ জানায়, আমরা মাঠে খেলা শুরু করার আগেই মিজানুর রহমান ওরফে লাদেন মুন্সির ছোট ছেলে খালেদ সাইফুল্লা আমাদেরকে মারধর শুরু করে। তারপর তার বাবা মিজানুর রহমান ওরফে লাদেন মুন্সি এসে আগ্নেয়াস্ত্র বের করে তিন রাউন্ড গুলি ছুড়ে। </p> <p>এ ব্যাপারে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান জানান, মিজানুর রহমান ওরফে লাদেন মুন্সি ২০১২ সালে আগ্নেয়াস্ত্র ক্রয় করেন এবং ফুটবল খেলাকে কেন্দ্র করে গুলিবর্ষণের সত্যতা নিশ্চিত করেন। নিরাপত্তার জন্য তাকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।</p>