<p>বিএনপির সভায় গুলি চালানোর অভিযোগে হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলিসহ ৫৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। গতকাল রবিবার হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনের আদালতে জেলা বিএনপি সদস্য ও আইনজীবী সামছুল ইসলাম এই মামলার আবেদন করেন।</p> <p>মামলায় হবিগঞ্জ সদর মডেল থানার সাবেক ওসি মো. মাসুক আলী, সাবেক পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ, গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক ওসি মো. আল আমিনসহ ৫৫ জন পুলিশ সদস্যের নাম উল্লেখ এবং ৪৫-এর বেশি অজ্ঞাতনামা আসামি করা হয়। আদালত পুলিশের পরিদর্শক মো. নাজমুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।</p> <p>জানা যায়, ২০২১ সালের ২২ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে জনসভা আহ্বান করে বিএনপি। জেলা সদরের শায়েস্তানগরের দলীয় কার্যালয়ে সভা চলাকালে পুলিশ নেতাকর্মীদের ওপর গুলি চালায়। </p> <p>মামলার বাদী সামছুল ইসলাম বলেন, হবিগঞ্জ জেলা বিএনপির নির্দেশে মামলাটি করেছি।</p>