<p>মাদকের রমরমা কারবার টঙ্গীর কেরানীরটেক বস্তিতে ও আবাসিক হোটেলে- সংবাদ পেয়ে রাতভর অভিযান চালিয়েছ যৌথ বাহিনী। এ সময় বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও মাদক বিক্রির টাকাসহ শতাধিক জড়িত ব্যক্তি আটক হয়েছে। এ অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাড়ে পাঁচ শ সদস্য অংশ নেন।</p> <p>আজ সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় টঙ্গী পূর্ব থানায় আটককৃতদের সোপর্দ করে উদ্ধারকৃত মালামাল জমা দেওয়া হয়।</p> <p>যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গতকাল রবিবার (৩ নভেম্বর) রাতে টঙ্গীর কেরানীরটেক বস্তিতে অভিযান পরিচালনা করা হয়। আমতলীর কেরানীরটেক বস্তি ও জাভান আবাসিক হোটেল থেকে ৫১ জন পুরুষ ও ২১ জন নারীকে আটক করা হয়। একই সঙ্গে আরো ৪০ জন মাদক কারবারিকে আটক করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আবাসিক হোটেল থেকে লাফিয়ে পড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730702151-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আবাসিক হোটেল থেকে লাফিয়ে পড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/04/1442591" target="_blank"> </a></div> </div> <p>সেনাবাহিনীর মেজর ইয়াসমিন যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল রবিবার দিবাগত রাত ৩টায় গাজীপুর সিটি করপোরেশন ৪৬ নম্বর ওয়ার্ড টঙ্গীর কেরানীরটেক এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক, নগদ ২২ লাখ ৮১ হাজার টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। যৌথ বাহিনী এ সময় মাদক কারবারির সঙ্গে যুক্ত ৪০ জনকে আটক করে।</p> <p>ক্যাপ্টেন মাহমুদ জানান, জাভান আবাসিক হোটেল থেকে এক হাজার ৫৩ বোতল মদ জব্দ ও শতাধিক আসামি আটক করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অবশেষে সেই দুই প্রেমিকার একজনকে বিয়ে করলেন শাহীন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730708455-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অবশেষে সেই দুই প্রেমিকার একজনকে বিয়ে করলেন শাহীন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/04/1442616" target="_blank"> </a></div> </div> <p>সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের যৌথ অংশগ্রহণে পরিচালিত হয় এই অভিযান। আটককৃতদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রক্রিয়া চলছে।</p>