<p>দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকে অপর একটি সিমেন্ট মিক্সচার ট্রাক ধাক্কা দিলে জুয়েল রানা নামের হেলপারের মৃত্যু হয়েছে। রবিবার (৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে।</p> <p>জানা গেছে, পঞ্চগড় থেকে বালুবোঝাই ট্রাক নিয়ে ফরিদপুরের উদ্দেশে রওনা দেন রকিবুল হোসেন ও জুয়েল রানা। পথে ঘোড়াঘাট বাস টার্মিনাল সংলগ্ন চারমাথা মোড় এলাকায় বালুবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় সিমেন্ট মিক্সচার ট্রাক সজোরে বালুবোঝাই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিমেন্ট মিক্সচার ট্রাকের হেলপারের মৃত্যু হয়।</p> <p>স্থানীয়রা অভিযোগ করে বলেন, দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন চার মাথা মোড়ে রাস্তার পাশে ফুটপাত দখল করে কিছু দোকান নির্মাণ করা হয়েছে। এর কারণে কোন রাস্তা দিয়ে কোন গাড়ি আসছে তা সহজে দেখা যায় না। এর কারণে এখানে প্রায় ছোট-বড় দুর্ঘটনা ঘটতেই থাকে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বস্তি-আবাসিক হোটেলে অভিযান, ২১ নারীসহ আটক শতাধিক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730698563-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বস্তি-আবাসিক হোটেলে অভিযান, ২১ নারীসহ আটক শতাধিক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/04/1442582" target="_blank"> </a></div> </div> <p>ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বালুবোঝাই ট্রাকের ড্রাইভার ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছে এবং সিমেন্ট মিক্সচার ট্রাকের ড্রাইভার পালিয়ে গেছে। এ ঘটনায় সিমেন্ট মিক্সচার ট্রাকের হেল্পারের মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।</p>