<p>টঙ্গী রেলস্টেশনের পেছনে জাভান আবাসিক হোটেলের দোতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে ও ইলেকট্রিক শক লেগে মিল্টন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি সাবেক সেনা সদস্য বলে জানিয়েছেন তার ভাই।</p> <p>আজ সোমবার (৪ নভেম্বর) ভোর ৪টার সময় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান মিল্টন (৫০) গোপালগঞ্জ জেলা সদরের মোছরা গ্রামের আব্দুল মোতালেব খানের ছেলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বস্তি-আবাসিক হোটেলে অভিযান, ২১ নারীসহ আটক শতাধিক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730698563-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বস্তি-আবাসিক হোটেলে অভিযান, ২১ নারীসহ আটক শতাধিক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/04/1442582" target="_blank"> </a></div> </div> <p>পুলিশ জানায়, ভোর আনুমানিক ৪টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন জাভান হোটেলের দ্বিতীয় তলা থেকে মো. মিল্টন নামে এক ব্যক্তি লাফিয়ে ইলেকট্রিক তারের ওপরে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন।</p> <p>স্থানীয় সূত্র জানায়, জাভান আবাসিক হোটেলে নিয়মিত অসামাজিক কার্যকলাপ চলে দীর্ঘদিন ধরে। জাভান হোটেল ও আমতলী কেরানীরটেক এলাকায় ভোররাত থেকে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় জাভান হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ও মাদকসহ অনেক লোক আটক হয়। মিল্টনের মৃত্যু অভিযানের ভয়ে কি না তা জানা যায়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অবশেষে সেই দুই প্রেমিকার একজনকে বিয়ে করলেন শাহীন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730708455-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অবশেষে সেই দুই প্রেমিকার একজনকে বিয়ে করলেন শাহীন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/04/1442616" target="_blank"> </a></div> </div> <p>নিহতের ছোট ভাই নেওয়াজ বলেন, ‘আমার ভাই সেনাবাহিনীর সাবেক সদস্য (অবসরপ্রাপ্ত)। তিনি ঢাকার হাতিরঝিল এলাকায় বসবাস করেন। জাবান হোটেলের মালিক শেখ মোহাম্মদ বাদল তার বন্ধু। তার কাছে হয়তো কোনো কারণে এসেছিলেন। পরে আমরা তার মৃত্যুর খবর জানতে পেরে টঙ্গীতে আসি।’</p> <p>টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ কালের কণ্ঠকে বলেন, ‘জাভান হোটেলের দোতলা থেকে ভয়ে লাফ দিয়ে একজনের মৃত্যু হয়েছে। তার নাম মিল্টন।’</p>