<p>গাজীপুরের টঙ্গীতে কুখ্যাত মাদক বস্তি ও একটি আবাসিক হোটেলে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকাসহ মোট ১৫৭ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। এ সময় গ্রেপ্তার এড়াতে ভবন থেকে লাফিয়ে পড়ে এক সাবেক সেনা সদস্য মারা গেছেন। এসব ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে।</p> <p>রবিবার (৩ নভেম্বর) দিবাগত গভীর রাত থেকে আজ সোমবার (৪ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত টঙ্গীর কেরানিটেক বস্তি ও একই এলাকায় জাভান আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে বস্তি থেকে ৫৪ জন পুরুষ, ২০ জন নারীকে আটক করা হয়। এবং জাভান হোটেল থেকে ৫৬ জন পুরুষ ও ২৭ জন নারীকে আটক করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অবশেষে সেই দুই প্রেমিকার একজনকে বিয়ে করলেন শাহীন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730708455-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অবশেষে সেই দুই প্রেমিকার একজনকে বিয়ে করলেন শাহীন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/04/1442616" target="_blank"> </a></div> </div> <p>সেনাবাহিনীর দিয়াবাড়ি ক্যাম্পের ক্যাপ্টেন ইয়াসিন মাহমুদ জানান, গত ২১ অক্টোবর রাজধানীর উত্তরায় জার্মান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদের বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। সে অভিযানের প্রেক্ষিতে জানা যায়, অভিযুক্ত বাদল আহমেদের মালিকানাধীন একটি আবাসিক হোটেলে বিভিন্ন মাদক কারবার, অসামাজিক কাজকর্ম হচ্ছে। এরই প্রেক্ষিতে হোটেলটিতে অভিযান চালায় যৌথ বাহিনী। এতে সেনাবাহিনীর সদস্য ছাড়াও র‌্যাব ও পুলিশ মিলে পাঁচ শতাধিক সদস্য অংশ নেন। পরে আবাসিক হোটেল জাভান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা ও অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ৮৪ জন নারী-পুরুষকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।</p> <p>গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) হাফিজুল ইসলাম বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে হোটেল জাভান থেকে ৩৪৯৪ ক্যান বিয়ার, ৫৯৮ বোতল দেশি-বিদেশি মদ ও নগদ টাকা জব্দ করা হয়েছে। আবাসিক হোটেলের লাইসেন্সের আড়ালে অবৈধভাবে বার ও অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ৮৩ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৫৬ জন এবং নারী রয়েছে ২৭ জন। আটককৃতদের বিরুদ্ধ প্রচলিত আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আবাসিক হোটেল থেকে লাফিয়ে পড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730702151-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আবাসিক হোটেল থেকে লাফিয়ে পড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/04/1442591" target="_blank"> </a></div> </div> <p>সেনাবাহিনীর মেজর ইয়াসমিন বলেন, ‘রবিবার দিবাগত রাত তিনটায় গাজীপুর সিটি করপোরেশন ৪৬ নম্বর ওয়ার্ড টঙ্গীর কেরানিটেক এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল, ইয়াবা, গাজাসহ বিভিন্ন মাদক, নগদ ২২ লাক্ষ ৮১ হাজার টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী।’</p> <p>পুলিশ জানায়, টঙ্গীর কেরানীর টেক বস্তি থেকে মাদকসহ ৫৪ জন পুরুষ ও ২০ জন নারীকে আটক করা হয়েছে।</p> <p>এদিকে যৌথ অভিযান চলাকালে আতঙ্কিত হয়ে পালানোর সময় মিল্টন (৪৫) নামে এক ব্যক্তি দোতলা থেকে লাফ দিয়ে নিচে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহটি উদ্ধার করেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মিয়ানমার থেকে অনুপ্রবেশ করে অস্ত্রসহ ধরা পড়ল রোহিঙ্গা ‘ডাকাত’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730701133-6fd33470dea458ab90e18c964caa6eb9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মিয়ানমার থেকে অনুপ্রবেশ করে অস্ত্রসহ ধরা পড়ল রোহিঙ্গা ‘ডাকাত’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/04/1442589" target="_blank"> </a></div> </div> <p>নিহত মিজানুর রহমান মিল্টন (৫০) গোপালগঞ্জ জেলা সদরের মোছরা গ্রামের আব্দুল মোতালেব খানের ছেলে। নিহতের ছোট ভাই নেওয়াজ বলেন, ‘আমার ভাই সেনাবাহিনীর সাবেক সদস্য (অবসরপ্রাপ্ত)। তিনি ঢাকার হাতিরঝিল এলাকায় বসবাস করেন। জাভান হোটেলের মালিক শেখ মোহাম্মদ বাদল তার বন্ধু। তার কাছে হয়তো কোনো কারণে এসেছিলেন। পরে আমরা তার মৃত্যুর খবর জানতে পেরে টঙ্গীতে আসি।’</p> <p>টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ কালের কণ্ঠকে বলেন, ‘জাভান হোটেলের দোতলা থেকে ভয়ে লাফ দিয়ে একজনের মৃত্যু হয়েছে। তার নাম মিল্টন। যৌথ বাহিনীর অভিযানে মোট ১৫৭ জন আটক হয়েছে। উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও অন্যান্য দ্রব্যাদি জব্দ করে তিনটি মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে জাভান হোটেল সিলগালা করে দেওয়া হয়েছে।’</p>