<p>চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় তল্লাশিকালে মোবাইল ফোনে অস্ত্র হাতে ছবি দেখে পুলিশ রায়হান ফেরদৌস মোরশেদ (২৪) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সাতকানিয়ায় অভিযান চালিয় একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে অস্ত্রটি উদ্ধার করা হয়। </p> <p>বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।</p> <p>তিনি বলেন, নতুন ব্রিজ এলাকায় তল্লাশি অভিযান পরিচালনাকালে রায়হান ফেরদৌস মোরশেদের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করে পকেট থেকে একটি কালো রঙের অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় রায়হান তার মোবাইলটি লুকানোর চেষ্টা করলে পুলিশের সন্দেহ বেড়ে যায়। পরে তার মোবাইলটি চেক করলে অস্ত্র হাতে রায়হানের সেলফি ছবি দেখা যায়। ছবির বিষয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করলে তিনি এক পর্যায়ে স্বীকার করেন বন্দুকটি তার নিজ বাড়িতে আছে।</p> <p>ওসি আরো বলেন, পরে সাতকানিয়া থানার সহযোগিতায় দ্বীপের কুল বাংলাবাজার এলাকায় তার বাড়ি থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করে। </p> <p>এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।</p>