<p style="text-align:justify">গাজীপুরে ৬ দফা দাবিতে ঢাকা-মহাসড়ক অবরোধ করেন ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা। সোমবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে অন্তত দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।</p> <p style="text-align:justify">এতে রাজধানীতে প্রবেশের গুরুত্বপূর্ণ প্রধান সড়কটিতে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। স্থবির হয়ে পড়ে শিল্প শহর গাজীপুর। ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী।</p> <p style="text-align:justify">পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের দশম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদান, আনুপাতিক হারে পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগসহ ৬ দফা দাবি বাস্তবায়নে সকাল ১১টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইন্সটিটিউট অব হেল্থ টেকনোলজির (আইএইচটির) শিক্ষার্থীরা। এরপর দুপুর ১টার দিকে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।</p> <p style="text-align:justify">গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ বলেন, গ্রেড পরিবর্তনসহ ৬ দফা দাবিতে ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিল। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ওই পথের যাত্রী ও যানবাহনগুলোকে চরম দুর্ভোগে পড়তে হয়। পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।</p>