<p>‘সেনাবাহিনীর নির্দেশনা আছে, কেউ যদি আমাদের পারমিশন ছাড়া এখানে একটা ছবি তুলতে আসে, তাদের গাছের সঙ্গে বেঁধে রাখতে। আপনারা তাকে বেঁধে রাখবেন। তাকে লাল থেরাপি দেওয়া হবে।’ এমন বক্তব্য দিয়েছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক।</p> <p>চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ বক্তব্য দেন। বক্তব্যের ৪৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চিকিৎসকের এমন বক্তব্যে স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন।</p> <p>এদিকে সোমবার দুপুরে ডা. মোহাম্মদ আজিজুল হকের করা মামলা প্রত্যাহার ও গণহয়রানি বন্ধের দাবিতে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সরকার রাসেলের নেতৃত্বে এলাকাবাসীরা গণবিক্ষোভ ও সমাবেশ করছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জামালপুরে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730364058-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জামালপুরে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/31/1441157" target="_blank"> </a></div> </div> <p>খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৮ অক্টোবর বিকেলে রজব আলী নামের এক ব্যক্তিকে বুকে ব্যথা নিয়ে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর পরেই রজব আলীর মৃত্যু হয়। এ সময় চিকিৎসার অবহেলার অভিযোগ তুলে রোগীর স্বজনরা আসমা লাবনী নামের এক নারী চিকিৎসকের সঙ্গে কথা-কাটাকাটি শুরু করেন। এক পর্যায়ে চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় স্থানীয় তিন সংবাদকর্মী ওই ঘটনার ছবি ও ভিডিও ধারণ করেন।</p> <p>এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হক বাদী হয়েছে বকশীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় নিহত রোগীর স্বজন হাসি বেগম, শেফালি বেগম, খোকন মিয়া, জহুরুল হক ও স্থানীয় তিন সাংবাদিক রফিকুল ইসলাম, এ কে এম নূর আলম নয়ন ও মারুফ হাসানসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জনকে আসামি করা হয়।</p> <p>স্বাস্থ্য কর্মকর্তার মামলার এজাহারের তথ্য মতে, রজব আলীকে হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন ডা. আসমা লাবনী। এ সময় ওই নারী চিকিৎসকের ওপর রোগীর স্বজনরা অতর্কিত হামলা করেন। মামলার বাকি চার আসামির উসকানিতে অন্য আসামিরা ওই নারী চিকিৎসককে এলোপাতাড়ি কিল-ঘুষি দিতে থাকেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা কর্মবিরতি দিয়ে মানববন্ধন শুরু করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জামালপুরে উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/29/1730222818-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জামালপুরে উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/29/1440537" target="_blank"> </a></div> </div> <p>এ ঘটনার মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর সাংবাদিকদের মধ্যে রফিকুল ইসলাম আগাম জামিন নিয়ে আসেন এবং বাকি দুই আত্মগোপনে আছেন।</p> <p>মামলার আসামি সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, ‘আমরা খবর পাই হাসপাতালে চিকিৎসার অবহেলায় এক রোগীর মৃত্যু হয়েছে। পরে গিয়ে দেখি জরুরি বিভাগে কেউ নেই। ওপরে গিয়ে দেখা যায় এক চিকিৎসক ও রোগীর লোকজনদের মধ্যে কথা-কাটাকাটি চলছে। এক পর্যায়ে ওই নারী চিকিৎসককে লোকজন ধাওয়া করলে তিনি একটি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। আমরা এ ঘটনার ভিডিও ধারণ করি। পরবর্তীতে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীরা ওই নারী চিকিৎসককে বাসায় পাঠিয়ে দেন। পরবর্তীতে আমরাও চলে আসি। এ ঘটনায় আমাদের তিনজনের নামেও মামলা দেওয়া হয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চিকিৎসক পরিচয়ে রোগী দেখায় দুজনকে জরিমানা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/14/1728914265-204176bc6c6a1b045ad452fe3f496f18.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চিকিৎসক পরিচয়ে রোগী দেখায় দুজনকে জরিমানা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/14/1435106" target="_blank"> </a></div> </div> <p>উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, ‘আমাদের হাসপাতালে এক নারী চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আমরা প্রকৃত সাংবাদিককে সব সময় সম্মান করি। আমাদের হাসপাতালে অনেক ভুয়া সাংবাদিক এসে সমস্যা করেন। তাদের উদ্দেশ্যে এসব কথা বলা হয়েছিল।’</p>