<p style="text-align:justify">ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রূপচাঁন দাস নামের এক রাজমিস্ত্রি মারা গেছেন। গতকাল রবিবার (৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তিনি মারা যান। রূপচাঁন দাস উপজেলার বড় ভাটপাড়া গ্রামের বাসিন্দা।</p> <p style="text-align:justify">রূপচাঁনের ভাই রূপক দাস বলেন, ‘আমার দাদা কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। এলাকার এক ডাক্তারের পরামর্শে তাকে কালীগঞ্জের একটি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করাই। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। তখন দাদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরে সেখানে চিকিৎসাধীন মারা যান তিনি।’</p> <p style="text-align:justify">ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন।</p>