<p>দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ প্রক্রিয়া পুনর্বিবেচনা, উখিয়ার ইনানীতে সমুদ্র সৈকতকে ‘দ্বি-খণ্ডিত’ করে নির্মিত জেটি অপসারণ ও মহেশখালী দ্বীপে নতুন নতুন পর্যটন স্পট নির্ধারণের দাবি তুলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে ‘খোলা চিঠি’ দিয়েছে কক্সবাজার নাগরিক ফোরাম। </p> <p>আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘খোলা চিঠি’র বিষয়টি সাংবাদিকদের তুলে ধরে কক্সবাজারের পরিবেশ ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা সংগঠন কক্সবাজার নাগরিক ফোরাম। </p> <p>ওই খোলা চিঠিতে ফোরাম নেতারা দাবি করছেন, সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণের সিদ্ধান্তটি অযৌক্তিক ও একপেশে সিদ্ধান্ত। তাদের মতে, সেন্টমার্টিনের ব্যাপারে হুট করে সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং মনগড়া সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না। পর্যটন মৌসুমের মাঝে কোনো সময় ‘রাত্রীযাপন’, আবার কোনো সময়ে নয়!- এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত দেশের পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন কক্সবাজার নাগরিক ফোরাম নেতারা। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘এনআইডি নিয়ে যাব, যাতে আমার মরদেহ তোমাদের কাছে পৌঁছে দিতে পারে’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730786560-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘এনআইডি নিয়ে যাব, যাতে আমার মরদেহ তোমাদের কাছে পৌঁছে দিতে পারে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/05/1442973" target="_blank"> </a></div> </div> <p>নাগরিক ফোরাম সভাপতি আ ন ম হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে ‘খোলা চিঠি’টি পাঠ করে শোনান আবদুল মতিন আজাদ। এ ছাড়াও বক্তব্য দেন নাগরিক সাধারণ সম্পাদক প্রফেসর এ এম আনোয়ারুল হক, কক্সবাজার প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) উপদেষ্টা মুফিজুর রহমান মুফিজ প্রমুখ।</p> <p>এই ব্রিফিংয়ে দাবি করা হয়, কোনো ধরনের সমীক্ষা ছাড়াই পরিবেশ মন্ত্রণালয় সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণে সিদ্ধান্ত নিয়েছে। দেশে ১০ জন সমুদ্র বিজ্ঞানী থাকলেও তাদের কোনো মতামত ছাড়াই ইনানীতে সমুদ্র সৈকত ‘দ্বি-খণ্ডিত’ করে জেটি নির্মাণ করা হয়েছে। </p> <p>খোলা চিঠিতে বলা হয়, সরকারের এসব সিদ্ধান্ত মূলত দ্বীপটির পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষা করার জন্য হলেও কক্সবাজার নাগরিক ফোরাম মনে করে- সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পর্যটকদের সংখ্যা নিয়ন্ত্রণ করা এবং দ্বীপের পরিবেশ রক্ষা করা সম্ভব। পর্যটন পুরোপুরি বন্ধ না করে, বরং সুশৃঙ্খল ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে পরিবেশ সুরক্ষা এবং দ্বীপবাসীর অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা যেতে পারে। দ্বীপের বাসিন্দাদের জীবিকা এই পর্যটনের ওপর নির্ভরশীল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইলিশ শিকারে গিয়ে হতাশ জেলেরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730782580-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইলিশ শিকারে গিয়ে হতাশ জেলেরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/05/1442958" target="_blank"> </a></div> </div> <p>কক্সবাজার নাগরিক ফোরাম সেন্টমার্টিন দ্বীপে পর্যটক আগমন সীমিত করা এবং রাত্রীযাপনের বিধিনিষেধ নিয়ে করা প্রজ্ঞাপন পুনর্বিবেচনার জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে।</p> <p>কক্সবাজার নাগরিক ফোরাম উখিয়া উপজেলায় ইনানী সমুদ্র সৈকতে নির্মিত বিতর্কিত জেটি অপসারণ নিয়ে শুরু থেকেই দাবি জানিয়ে আসছে। এই জেটি অপসারণ নিয়ে নাগরিক ফোরাম ২০২২ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চে রিট আবেদন করলে রুল ইস্যু করা হয়। এই জেটি প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) আইন ভঙ্গ করে নির্মাণ করা হয়েছে। জেটি ব্যবহার করে বাণিজ্যিক উদ্দেশে পর্যটক পরিবহন চলছে, যদিও আদালতের নির্দেশ অনুযায়ী জেটি অপসারণ করা উচিত ছিল। পরিবেশবিদ ও স্থানীয় সংগঠনগুলোর মতে, এটি সৈকতের পরিবেশ ও মেরিন ড্রাইভের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।</p> <p>তাছাড়াও উচ্চ আদালতে এ সংক্রান্ত রিট থাকা সত্ত্বেও কর্ণফুলী শিপ বিল্ডার্সের মালিকানাধীন জাহাজকে জেটি ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। এই প্রক্রিয়াটি নিয়ে স্থানীয় জনগণ ও পরিবেশবাদী সংগঠনগুলোর পাশাপাশি কক্সবাজার নাগরিক ফোরাম উদ্বিগ্ন এবং দ্রুত জেটি অপসারণের দাবি জানাচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৫ টাকা কেজির আলু যেভাবে হয়ে যাচ্ছে ৬৫ টাকা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730791122-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১৫ টাকা কেজির আলু যেভাবে হয়ে যাচ্ছে ৬৫ টাকা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/05/1442986" target="_blank"> </a></div> </div> <p>সম্প্রতি বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সেন্টমার্টিন দ্বীপে পর্যটক আগমন সীমিতকরণ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য কিছু বিধিনিষেধ থাকবে। নভেম্বরে পর্যটকদের প্রবেশের অনুমতি থাকলেও রাত্রীযাপন নিষিদ্ধ করা হয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিন মাত্র দুই হাজার পর্যটক রাত্রীযাপনের সুযোগ পাবেন এবং ফেব্রুয়ারিতে পুরোপুরি বন্ধ রাখা হবে পর্যটন কার্যক্রম।</p>