<p>তাবলিগ-ইজতেমা ইস্যুতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামার ইসলামী সম্মেলনকে ‘রাজনৈতিক’ আখ্যা দিয়ে আগামীকাল সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তাবলিগ-ইজতেমা ইস্যুতে আলেম-ওলামার ৯ দফা দাবি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730795550-7e68cddce9e7661d38a3d823f2f69c11.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তাবলিগ-ইজতেমা ইস্যুতে আলেম-ওলামার ৯ দফা দাবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/05/1443002" target="_blank"> </a></div> </div> <p>মঙ্গলবার (৫ অক্টোবর) বাংলাদেশে মাওলানা সাদের অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. আবু সায়েম কালের কণ্ঠকে এ তথ্য জানান। </p> <p>সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত সম্মেলনে ‘মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না’ বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘আমরা মূল ধারার মেহনত করি। আমরা কাউকে হুমকি দিতে চাই না। তারা যে আমাদের ইজতেমা করতে দিবে না বা কাকরাইল মসজিদে প্রবেশ করতে দিবে না এগুলো ফাঁকা বুলি। কারণ সরকারই এর সমাধান করে দিয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৩১ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু, এবারও দুই পর্বে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730760314-f94c87320e70812005e768ff7b666b2a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৩১ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু, এবারও দুই পর্বে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/05/1442929" target="_blank"> </a></div> </div> <p>আবু সায়েম বলেন, ‘এটা নিছক একটি রাজনৈতিক শো-ডাউন। সামনের নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে এবং মাদরাসার ছাত্রদের জড়ো করে তারা সরকারকে চাপে ফেলতে চাচ্ছে। রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাচ্ছে। তাবলিগের এই মোবারক মেহনতের সাথে এই ছাত্ররা এখনো সম্পৃক্ত নয়। এই রাজনৈতিক নেতাকর্মীরাও নয়। যারা তাবলিগে সময় লাগান, চিল্লা দেন তাদের উপস্থিতি নেই। অথচ মাদরাসাগুলো থেকে ছোট ছোট বাচ্চা ছাত্রদেরও নিয়ে আসা হয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইসলামী মহাসম্মেলন: সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730776994-7946ff6cd3f75bb0582314ff7eb96971.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইসলামী মহাসম্মেলন: সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/05/1442945" target="_blank"> </a></div> </div> <p>সায়েম বলেন, ‘আমরা মূল ধারার মেহনত করি। আমরা কাউকে হুমকি দিতে চাই না। তারা যে আমাদের ইজতেমা করতে দিবে না বা কাকরাইল মসজিদে প্রবেশ করতে দিবে না এগুলো ফাঁকা বুলি। কারণ সরকারই এর সমাধান করে দিয়েছে। দুই পক্ষকে সরকার সময় ভাগ করে দিয়েছে। এসব মীমাংসিত বিষয়ে উস্কানি দেওয়া কিসের লক্ষণ সেটা সাধারণ মানুষ বুঝবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মাওলানা সাদ ইস্যুতে সরকারের কাছে আলেমদের আহ্বান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730792066-3e90fff0a56774226cd9f808073efa8e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মাওলানা সাদ ইস্যুতে সরকারের কাছে আলেমদের আহ্বান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/05/1442989" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, ‘আমাদের রোখ (সময়) আগামী ১৫ নভেম্বর থেকে শুরু। তখন আমরা কাকরাইলে যাব ইনশাআল্লাহ। আগামীকাল (৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে তাবলিগের মাওলানা সাদ সাহেবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন হবে।’</p>