<p>গোপালগঞ্জের কাশিয়ানীতে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় জামাইয়ের হাতে খুন হয়েছেন মো. কুদ্দুস শেখ (৬৫)। মঙ্গলবার (৫ নভেম্বর) রাজপাট ইউনিয়নের রাজপাট (দক্ষিণপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে।</p> <p>পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন কুদ্দুস। এরপর তার মরদেহ পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে তারা। ঘটনাস্থল থেকে খুনের কাজে ব্যবহৃত ছুরি ও জামাসহ অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ।</p> <p>নিহতের স্ত্রী রাহেলা বেগম (৫৮), মেয়ে নিলুফা ইয়াসমিন (২৪) ও নাতি লামিয়া আক্তার মুন (১৫) উদ্ধার কার আলামত দেখে অভিযোগ করে বলেন, কুদ্দুসকে খুন করেছেন জামাই রফিকুল ইসলাম সরদার (২৬)।</p> <p>নিহতের পরিবার সূত্র জানায়, নিলুফাকে বেথুড়ী ইউনিয়নের জোতকুরা গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে রফিকুলের সঙ্গে বিয়ে হয়। শ্বশুরবাড়ি থেকে মাঝেমধ্যেই যৌতুক নিতেন রফিকুল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে বিরোধ ছিল। নিলুফা বাদী হয়ে গোপালগঞ্জ কোর্টে রফিকুলের নামে নারী নির্যাতন মামলা করলে বিরোধ আরো বেড়ে যায়। </p> <p>এসআই মো. আমিনূল ইসলাম জানান, লাশের গায়ে একাধিক ছোরার আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অধিকতর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।</p> <p>মুকসুদপুর সার্কেলের সিনিয়র এএসপি মো. কামরুজ্জামান ও কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ পোস্টমর্টেমের জন্য গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিভিন্ন দিক পর্যালোচনা করে প্রাথমিকভাবে মনে হচ্ছে, রফিকুল তার শ্বশুরকে খুন করেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।</p>