<p>আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও সম্পদ গোপন করার অভিযোগে কক্সবাজারের টেকনাফে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে কমিশনের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল মাছুম বাদী হয়ে একই কার্যালয়ের উপ-পরিচালকের দপ্তরে মামলাটি দায়ের করেন। </p> <p>অভিযুক্ত ব্যবসায়ী টেকনাফ উপজেলার শীলবুনিয়া পাড়ার মোহাম্মদ হানিফের ছেলে জিয়াউল করিম। দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। </p> <p>মামলায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ১১ লাখ ৮৪ হাজার ৩২৯ টাকার সম্পদ গোপন করা এবং ৯৯ লাখ ৮৩ হাজার ৭৬২ টাকার সম্পদ অর্জনে জ্ঞাত উৎসের সঙ্গে অসঙ্গতির অভিযোগ আনা হয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730527038-e322b8bc5f0eb13469204faa5db11aac.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/02/1441828" target="_blank"> </a></div> </div> <p>দুদকের উপ-পরিচালক সুবেল আহমেদ জানান, ওই ব্যবসায়ীর সম্পদের বিবরণী চাওয়া হয়েছিল। তিনি সম্পদ বিবরণী দুদক কার্যালয়ে জমা দিয়েছেন। কিন্তু জমা দেওয়া সম্পদ বিবরণীর সঙ্গে তদন্তে পাওয়া সম্পদে অসংগতি পাওয়া গেছে। </p> <p>মামলায় বাদী দাবি করেন, ব্যবসায়ী জিয়াউল করিম অসৎ উদ্দেশ্যে সম্পদের হিসাব গোপন করেছেন। একইসঙ্গে তার অর্জিত সম্পদের আয়ের উৎসের সঙ্গেও অসংগতি পাওয়া গেছে। তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই আইন অনুযায়ী মামলাটি করা হয়েছে।</p>