<p>সিলেট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশসহ টাস্কফোর্সের অভিযানে প্রায় ৮ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে এটিই সিলেটে আটক হওয়া স্মরণকালের সবচেয়ে বড় চোরাই পণ্যের চালান। এর আগে গত ৬ জুন সিলেটে বড় পরিসরে ২ কোটি টাকার চিনির চালান ধরা পড়ে। </p> <p>সোমবার (৪ নভেম্বর) রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত গোয়াইনঘাট সীমান্তবর্তী রাধানগর এলাকায় দীর্ঘ এ অভিযান চালানো হয়।</p> <p>৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর নুরুল হুদার নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইদুর রহমানসহ পুলিশ বিজিবির ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স এ অভিযানে অংশ নেয়। অভিযানে ভারতীয় কাপড়, কসমেটিকস, চকোলেট, ওষুধসহ নানা ধরনের পণ্য জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৮ কোটি ২ লাখ ৩২ হাজার টাকা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতীয় পাথরবোঝাই ট্রাকে মিলল ১৮১ বোতল ফেনসিডিল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730366368-9bf4989c13221da464270f151d4201b2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতীয় পাথরবোঝাই ট্রাকে মিলল ১৮১ বোতল ফেনসিডিল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/31/1441165" target="_blank"> </a></div> </div> <p>আটককৃত পণ্যের মধ্যে রয়েছে, ২ হাজার ৯০৭ পিস শাড়ি, ১ হাজার ১৬২ পিস কাশ্মীরি শাল, ৪১৩ পিস থ্রিপিস, ১২ হাজার ৪৩৫ মিটার থান কাপড়, ১ হাজার ১৬০ মিটার ব্লেজার থান, ১ হাজার ৫৫৬ মিটার মখমলের থান, ৪৪ হাজার ৭২২ পিস বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম, ১ হাজার ৬৬৯ পিস পন্ডস ফেসওয়াশ, ৬১২ পিস জনসন বেবি লোশন, ২ লাখ ৬২ হাজার ৯৯০ পিস চকলেট, ১৩ হাজার ২৬০ পিস ই-ক্যাপ ট্যাবলেটসহ বিভিন্ন ভারতীয় পণ্য। </p> <p>বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রমের ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি ২ লাখ ৩২ হাজার টাকার সমপরিমাণ। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ভারতীয় দুই নাগরিক আটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730637843-2f0999b0e4e750961d13d3b798afacfe.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ভারতীয় দুই নাগরিক আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/03/1442303" target="_blank"> </a></div> </div> <p>এর আগে গত ৬ জুন ভোরে সিলেট সদর উপজেলার উমাইরগাঁও বাদেশ্বর এলাকা থেকে এসএমপির জালালাবাদ থানা পুলিশের অভিযানে ১৪ ট্রাক চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ছিল ২ কোটি টাকা বলে তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল। সেই সময় পর্যন্ত এটিই ছিল সিলেটে চোরাচালানের সবচেয়ে বড় পণ্য আটকের ঘটনা।</p>